leadT1ad

গঙ্গা চুক্তি নবায়নে বাংলাদেশ-ভারত আলোচনা শুরু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ফারাক্কা ব্যারাজ। ছবি: সংগৃহীত

গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়ন করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর অংশ হিসেবে উভয় দেশের উদ্যোগে যৌথ পানি পর্যবেক্ষণ শুরু হয়েছে। ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুই দেশের কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়, বৃহস্পতিবার থেকে উভয় দেশ গঙ্গা ও পদ্মার পানির প্রবাহ পরিমাপ শুরু করেছে। আগামী ৩১ মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর এই কার্যক্রম চলবে।

কর্মকর্তারা জানিয়েছেন, পানি পর্যবেক্ষণের জন্য ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের (সিডব্লিউসি) উপপরিচালক সৌরভ কুমার এবং সহযোগী পরিচালক সানি অরোরা বাংলাদেশে অবস্থান করছেন। অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফিন জুবায়েদের নেতৃত্বে চার সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে অবস্থান করছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরের স্ক্রিনশট।
টাইমস অব ইন্ডিয়ার খবরের স্ক্রিনশট।

এদিকে, ভারতীয় প্রতিনিধি দলের নিরাপত্তা প্রসঙ্গে পাবনা হাইড্রলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শিব্বের হোসেন বলেছেন, বিদ্যমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা ভারতীয় প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ মনোযোগ দিচ্ছি। এর আগে পানি সম্পদ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছিল। ভারতীয় প্রতিনিধি দলের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত