leadT1ad

জুলাইযোদ্ধা সুরভী রিমান্ডে, গাজীপুরে বিক্ষোভ

টঙ্গীতে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার তাহরিমা জান্নাত সুরভী। সংগৃহীত ছবি

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ জানুয়ারি) আদালতের বিচারক এই আদেশ দেন।

এদিকে, তার মুক্তির দাবিতে অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আদালত এলাকায় বিক্ষোভ করা হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের নেতারা সেখানে বক্তব্যদেন। এছাড়া, গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় তাহরিমা নিজেও নানা কথা বলে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে আটক করা হয়। প্রথমে টঙ্গী পূর্ব থানায় এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পরে তাঁকে কালিয়াকৈর থানার হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবক মামলা করেছিলেন। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত