leadT1ad

লিটারে ১৯ টাকা কমে পাম তেলের দাম এখন ১৫০

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৬: ৫২
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৭: ২৪
পাম তেল। সংগৃহীত ছবি

পাম তেলের দাম কমাল সরকার। এখন থেকে প্রতি লিটার পাম তেল বিক্রি হবে ১৫০ টাকায়। আগে এই দাম ছিল ১৬৯ টাকা। অর্থাৎ লিটারপ্রতি কমল ১৯ টাকা। খবর ইউএনবির।

আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, দেশের ভোজ্যতেলের বাজারে পাম তেলের অংশ শতকরা ৬০ ভাগ। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নিয়মিত ভোজ্যতেলের আন্তর্জাতিক ও দেশীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় কমিশনের সুপারিশে খোলা পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

তবে বোতলজাত সয়াবিনের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি লিটার সয়াবিন তেল এখনও বিক্রি হবে ১৮৯ টাকায়। সবশেষ গত ১৫ এপ্রিল ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত