leadT1ad

বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত জিতু মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে জিতু মিয়া (৬২) নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জিতু মিয়া ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ওবায়দুর রহমান জানান, দীর্ঘদিন বিরোধে জড়িত দুপক্ষকে একই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে সংঘর্ষ হয়। নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য জিতু মিয়ার সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রমজান মেম্বারের বিরোধ চলছিল। সোমবার দুপুরে ধরমন্ডল গ্রামের মসজিদবাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু। সেখানে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁর দেখা হয়।

বিয়েতে প্রতিপক্ষকে দাওয়াত দেওয়ায় ক্ষিপ্ত হন জিতু। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে জিতু মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়:

সংঘর্ষ
Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত