leadT1ad

বাবাকে গ্রেপ্তারের সময় শিশুকে চড়, ‘অমানবিক’ কাণ্ডের তদন্তে পুলিশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২১: ৩৫
ভিডিও থেকে নেওয়া ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তাঁর মেয়েকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটিকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে নিন্দা জানানো হলে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। যদিও পুলিশ দাবি করছে, তাঁদের কোনো সদস্য চড় মারেননি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, জেনেভা ক্যাম্পে অভিযানের সময় রুস্তম নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। এ সময় তাঁর সাত-আট বছর বয়সী মেয়ে কাঁদতে কাঁদতে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে কেউ একজন (যাকে ভিডিওতে দেখা যায়নি) শিশুটিকে সজোরে চড় মারে। ভিডিওতে দেখা দেখা গেছে, প্রেপ্তার ব্যক্তিকে জড়িয়ে শিশুটি কাঁদছিল। পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার সময় শিশুটিকে কেউ একজন চড় মারে, যা শিশুটির দিকে ঝুঁকে থাকা তার বাবার গালেও লাগে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বহু মানুষ পুলিশের ভূমিকার সমালোচনা করে প্রশ্ন তোলেন। তাঁরা বলেন, সন্দেহভাজনকে গ্রেপ্তারের অধিকার থাকলেও একটি শিশুকে আঘাত করার অধিকার কারও নেই।

তবে পুলিশ দাবি করেছে, শিশুটিকে তাদের কোনো সদস্য চড় মারেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (তেজগাঁও বিভাগ) অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা স্ট্রিমকে বলেন, ‘ভিডিওটি ভালো করে দেখলে বোঝা যাবে, পুলিশ শিশুটিকে চড় মারেনি। বরং ভিড়ের মধ্যে অন্য কেউ তাকে চড় মেরেছে। তবে আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। খুব দ্রুতই আমরা ওই ব্যক্তিকে শনাক্ত করব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জেনেভা ক্যাম্পে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় জাহিদ (২০) নামে এক গ্রাফিক্স ডিজাইনার নিহত হন। রুস্তম সেই হত্যা মামলার একজন আসামি।

বিষয়:

পুলিশ
Ad 300x250

সম্পর্কিত