leadT1ad

১৫ জানুয়ারির মধ্যে শতভাগ পাঠ্যবই সরবরাহের আশা এনসিটিবির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৮: ৩৮
এনসিটিবি আশা করছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে শতভাগ বই সরবরাহ করা সম্ভব হবে। ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের সব পাঠ্যবই এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আশা করছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে শতভাগ বই সরবরাহ করা সম্ভব হবে। রোববার (৪ জানুয়ারি) এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বছরের প্রথম দিন ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঁচটি ভাষার বইও যথাসময়ে পৌঁছেছে। তবে মাধ্যমিক স্তরের সব বই এখনো ছাপানো ও সরবরাহ করা সম্ভব হয়নি।

এনসিটিবি জানায়, শনিবার (৩ জানুয়ারি) পর্যন্ত মাধ্যমিক ও প্রাথমিক মিলিয়ে গড়ে ৮৪ দশমিক ৭৮ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের ২১ কোটি ৪৩ লাখ বইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইবতেদায়ি স্তরের ৯৬ দশমিক ১৬ শতাংশ বই ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে।

তথ্য অনুযায়ী, মাধ্যমিক স্তরে এখন পর্যন্ত ৭৮ দশমিক ৬৯ শতাংশ বই স্কুলে পাঠানো হয়েছে। শ্রেণিভিত্তিক হিসেবে নবম-দশম শ্রেণির প্রায় ৮৮ শতাংশ এবং ষষ্ঠ শ্রেণির ৮৫ শতাংশের বেশি বই সরবরাহ হয়েছে। তবে সপ্তম শ্রেণির ৬৮ শতাংশ এবং অষ্টম শ্রেণির মাত্র ৫৪ দশমিক ৭৬ শতাংশ বই স্কুলে পৌঁছেছে।

মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এনসিটিবির চুক্তির মেয়াদ আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ১৫ জানুয়ারির মধ্যেই সব কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বোর্ড। কাগজের বইয়ের পাশাপাশি গত ২৮ ডিসেম্বর এনসিটিবির ওয়েবসাইটে ৬৪৭টি বইয়ের অনলাইন সংস্করণও প্রকাশ করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত