leadT1ad

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২১

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৯: ২৫
আটককৃতদের কয়েকজন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ২১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩) সন্ধ্যা ৬টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহেশপুরের বাঘাডাংগা, কুমিল্লাপাড়া ও খোসালপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৭ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারা ঝিনাইদহ, মাদারীপুর ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার প্রস্তুতিকালে বিজিবির টহল দল তাদের আটক করে।

আটককৃত ২১ জন বাংলাদেশিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ছাড়া রাজাপুর ও কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০ বোতল মাদক সিরাপ এবং বিপুল পরিমাণ কসমেটিকস ও গয়না (হাতের চুড়ি, কানের দুল, গলার চেইন) উদ্ধার করা হয়। অভিযানে কাউকে আটক করা হয়নি।

Ad 300x250

সম্পর্কিত