স্ট্রিম সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। তাঁরা বলেছেন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মুসাকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির নেতারা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সহ-সভাপতি মো. তুহিন রানা বলেন, ‘ইমরান’ নামের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী একটি বিশেষ গোষ্ঠীর প্ররোচনায় এই মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন। কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্তরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি অভিযোগ করেন, ওই শিক্ষার্থী অপপ্রচারের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
তুহিন রানা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ইমরানকে তাঁর অভিযোগ প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান ও সাংগঠনিক সম্পাদক সজিব গাজীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ২০ লাখ টাকার বিনিময়ে শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। তিনি দাবি করেন, তাঁর কাছ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়েছিল ও পদ পেতে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। তাঁরা বলেছেন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মুসাকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির নেতারা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সহ-সভাপতি মো. তুহিন রানা বলেন, ‘ইমরান’ নামের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী একটি বিশেষ গোষ্ঠীর প্ররোচনায় এই মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন। কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্তরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি অভিযোগ করেন, ওই শিক্ষার্থী অপপ্রচারের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
তুহিন রানা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ইমরানকে তাঁর অভিযোগ প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান ও সাংগঠনিক সম্পাদক সজিব গাজীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ২০ লাখ টাকার বিনিময়ে শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। তিনি দাবি করেন, তাঁর কাছ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়েছিল ও পদ পেতে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশে কারাগার ছাড়েন। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার তারাটি এলাকায়।
২ ঘণ্টা আগে
প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’–এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না।
২ ঘণ্টা আগে
বিএনপি নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এবং ওসি নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে এই আইন শিক্ষার প্রতিষ্ঠানটি ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে