স্ট্রিম ডেস্ক
গাজা অভিমুখী ঐতিহাসিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমসহ সবার পরিস্থিতি ও নিরাপত্তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি এবং থাকব।’
আজ শনিবার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ১০৭ দিন কারাভোগের সময় যে সাহস, দৃঢ়তা ও অবিচল মনোবল দেখিয়েছিলেন শহিদুল আলম, গাজার উদ্দেশে এই মিশনেও তিনি একই মনোবল নিয়ে গেছেন। আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।’
জাতিসংঘ সাধারণ অধিবেশনের বক্তব্যের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘গত মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে আমি ঘোষণা করেছিলাম—দকশের পর দশক লড়াই-সংগ্রামের মাধ্যমে মানবজাতি যে অগ্রগতি সাধন করেছে, তা মানুষের কষ্টের প্রতি উদাসীনতায় ধ্বংস হচ্ছে।’
তিনি বলেন, ‘গাজার চেয়ে এ ট্র্যাজেডি আর কোথাও এত স্পষ্ট নয়। অনাহারে শিশুরা মারা যাচ্ছে। নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুলসহ পুরো এলাকা মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।’
গাজা অভিমুখী ঐতিহাসিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমসহ সবার পরিস্থিতি ও নিরাপত্তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি এবং থাকব।’
আজ শনিবার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ১০৭ দিন কারাভোগের সময় যে সাহস, দৃঢ়তা ও অবিচল মনোবল দেখিয়েছিলেন শহিদুল আলম, গাজার উদ্দেশে এই মিশনেও তিনি একই মনোবল নিয়ে গেছেন। আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।’
জাতিসংঘ সাধারণ অধিবেশনের বক্তব্যের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘গত মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে আমি ঘোষণা করেছিলাম—দকশের পর দশক লড়াই-সংগ্রামের মাধ্যমে মানবজাতি যে অগ্রগতি সাধন করেছে, তা মানুষের কষ্টের প্রতি উদাসীনতায় ধ্বংস হচ্ছে।’
তিনি বলেন, ‘গাজার চেয়ে এ ট্র্যাজেডি আর কোথাও এত স্পষ্ট নয়। অনাহারে শিশুরা মারা যাচ্ছে। নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুলসহ পুরো এলাকা মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।’
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে।
৪ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তা চেম্বার আদালতে বহাল রয়েছে।
১ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হলেও কোন প্রক্রিয়ায় তা অনুষ্ঠিত হবে—সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
৩ ঘণ্টা আগেগঙ্গাচড়ার নোহালীর সরদারপাড়ার ফনি বেওয়া (৪০) কাতর কণ্ঠে বলেন, ‘বাপের দুইটা ঘর ছিল, দুইটায় উড়ি গেইছে। এখন কোটে থাকং মুই (কোথায় থাকব আমি)?’
৩ ঘণ্টা আগে