স্ট্রিম প্রতিবেদক
বৈশাখী দাবদাহে যেন জ্বলছে শাহবাগ। এক রিশকাচালক আবদুল মজিদ পথের ধার থেকে একফালি তরমুজ খাচ্ছিলেন। এর মধ্যে পিল পিল করে বৈশাখের 'আনন্দ শোভাযাত্রা'য় দেখা মিলল বিপুল মানুষের। ওই শোভাযাত্রায় আরও অনেক প্রতীকের সঙ্গে ছিল তরমুজও। সব দেখেশুনে মজিদ যেন অনেকটা স্বাগোক্তির স্বরেই বললেন, 'তরমুজ তো গরমের ফল। সেজন্যই কি ওইখানে তরমুজ রাখা হইছে!'
মজিদের কথাটি কেউ শুনল, অনেকেই শুনল না। তবে মজিদ হয়তো জানেনই না, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ বছর পয়লা বৈশাখের শোভাযাত্রায় প্রতীক হিসেবে তরমুজকে রাখা হয়েছে। গত কয়েক দশক ধরে তরমুজ ফিলিস্তিনিদের প্রতীক হিসেবে উপস্থাপন করা হলেও এই ফলকে প্রায়ই ফিলিস্তিনের পতাকা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে।সেই তরমুজের প্রতিকৃতি এবার বৈশাখী শোভাযাত্রায় অন্তর্ভূক্ত করার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ফিলিস্তিনের লড়াইয়ের প্রতি বাংলাদেশের মানুষের সংহতি যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি 'গরমের ফল' তরমুজ নতুনভাবে আবার সামনেও এসেছে। কারণ, গত কয়েক দশকজুড়ে গরমের সময় তরমুজ মানুষের পছন্দের ফল হয়ে উঠেছে। গরম মানেই তরমুজ। এপ্রিলের দাবদাহে কিছুটা প্রশান্তির জন্য তরমুজ বা তরমুজের জুস খান না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আবার দিনে দিনে এই বিদেশি ফলটি বাংলাদেশের মানুষের কাছে যেন দেশি ফলে পরিণত হয়েছে। এখন সারা দেশে প্রতিবছর বিপুল পরিমাণ তরমুজ চাষ হচ্ছে।
এসব বাস্তবতায় বৈশাখী শোভাযাত্রায় তরমুজের উপস্থাপনা বাংলাদেশের বর্তমান বাস্তবতারও প্রতিফলন বলে অনেকে মনে করছেন। তাই বৈশাখের 'আনন্দ শোভাযাত্রা'য় তরমুজের প্রতিকৃতি দেখে শাহবাগে রিকশাচালক আবদুল মজিদ যখন বলে ফেলেন, 'তরমুজ তো গরমের ফল', তখন তরমুজ নামের মধ্যপ্রাচ্যের এই ফল যে বেশ কিছু কাল ধরে আমাদের দেশে বৈশাখেরও উপাচার হয়ে উঠেছে, তা কি আর মুখে বলতে হবে!
বৈশাখী দাবদাহে যেন জ্বলছে শাহবাগ। এক রিশকাচালক আবদুল মজিদ পথের ধার থেকে একফালি তরমুজ খাচ্ছিলেন। এর মধ্যে পিল পিল করে বৈশাখের 'আনন্দ শোভাযাত্রা'য় দেখা মিলল বিপুল মানুষের। ওই শোভাযাত্রায় আরও অনেক প্রতীকের সঙ্গে ছিল তরমুজও। সব দেখেশুনে মজিদ যেন অনেকটা স্বাগোক্তির স্বরেই বললেন, 'তরমুজ তো গরমের ফল। সেজন্যই কি ওইখানে তরমুজ রাখা হইছে!'
মজিদের কথাটি কেউ শুনল, অনেকেই শুনল না। তবে মজিদ হয়তো জানেনই না, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ বছর পয়লা বৈশাখের শোভাযাত্রায় প্রতীক হিসেবে তরমুজকে রাখা হয়েছে। গত কয়েক দশক ধরে তরমুজ ফিলিস্তিনিদের প্রতীক হিসেবে উপস্থাপন করা হলেও এই ফলকে প্রায়ই ফিলিস্তিনের পতাকা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে।সেই তরমুজের প্রতিকৃতি এবার বৈশাখী শোভাযাত্রায় অন্তর্ভূক্ত করার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ফিলিস্তিনের লড়াইয়ের প্রতি বাংলাদেশের মানুষের সংহতি যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি 'গরমের ফল' তরমুজ নতুনভাবে আবার সামনেও এসেছে। কারণ, গত কয়েক দশকজুড়ে গরমের সময় তরমুজ মানুষের পছন্দের ফল হয়ে উঠেছে। গরম মানেই তরমুজ। এপ্রিলের দাবদাহে কিছুটা প্রশান্তির জন্য তরমুজ বা তরমুজের জুস খান না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আবার দিনে দিনে এই বিদেশি ফলটি বাংলাদেশের মানুষের কাছে যেন দেশি ফলে পরিণত হয়েছে। এখন সারা দেশে প্রতিবছর বিপুল পরিমাণ তরমুজ চাষ হচ্ছে।
এসব বাস্তবতায় বৈশাখী শোভাযাত্রায় তরমুজের উপস্থাপনা বাংলাদেশের বর্তমান বাস্তবতারও প্রতিফলন বলে অনেকে মনে করছেন। তাই বৈশাখের 'আনন্দ শোভাযাত্রা'য় তরমুজের প্রতিকৃতি দেখে শাহবাগে রিকশাচালক আবদুল মজিদ যখন বলে ফেলেন, 'তরমুজ তো গরমের ফল', তখন তরমুজ নামের মধ্যপ্রাচ্যের এই ফল যে বেশ কিছু কাল ধরে আমাদের দেশে বৈশাখেরও উপাচার হয়ে উঠেছে, তা কি আর মুখে বলতে হবে!
সাধারণত কোনো দেশের বাজেট প্রস্তাব হয়ে থাকে দেশটির সংসদেই। তবে এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংসদ ব্যবস্থা কার্যকর না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপিত হচ্ছে ভিন্ন প্রক্রিয়ায়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বেলা ৩টায় উপস্থাপন করেছেন২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট। এই বাজেট
০৬ জুন ২০২৫প্রায় পাঁচ বছর আগে ঘটে যাওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের মামলায় অবশেষে চূড়ান্ত রায় দিয়েছেন দেশের উচ্চ আদালত। বহুল আলোচিত এই মামলায় হাইকোর্টের রায়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক
০৬ জুন ২০২৫সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় জামায়েতে ইসলামকে পূর্বের অবস্থানে ফিরিয়ে দিয়েছে। ফলে জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক-দাঁড়িপাল্লা পুনর্বহাল হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
০৬ জুন ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ সোমবার (২ জুন) বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হচ্ছে। কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে , জামায়াতে ইসলামী, এনসিপিসহ ৩১টি দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে।
০৬ জুন ২০২৫