বৈশাখী দাবদাহে যেন জ্বলছে শাহবাগ। এক রিশকাচালক আবদুল মজিদ পথের ধার থেকে একফালি তরমুজ খাচ্ছিলেন। এর মধ্যে পিল পিল করে বৈশাখের 'আনন্দ শোভাযাত্রা'য় দেখা মিলল বিপুল মানুষের। ওই শোভাযাত্রায় আরও অনেক প্রতীকের সঙ্গে ছিল তরমুজও। সব দেখেশুনে মজিদ যেন অনেকটা স্বাগোক্তির স্বরেই বললেন, 'তরমুজ তো গরমের ফল। সেজন্