leadT1ad

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত, আহত পাঁচ

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ২৩: ৫৩

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (১৯ মে) সকাল ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ২৬ মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান জানান, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁওগামী একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

নিহতদের মধ্যে মাইক্রোবাসচালক মানিক (৩৫) ঠাকুরগাঁও জেলার হরিহরপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আবুল।

আরেকজন নিহত যাত্রী দেলোয়ার হোসেন (৪৫) ঠাকুরগাঁওয়ের হাজীপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ট্রেজারি অফিসের কর্মকর্তা। তিনি মৃত হাফিজুর রহমানের ছেলে।

তবে হাসপাতালে নেওয়ার সময় মারা যাওয়া ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহত পাঁচজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত