স্ট্রিম ডেস্ক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
শাহরিয়ার আলমের বন্ধুরা জানান, ১৩ মে মঙ্গলবার রাতে মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি শুরু হলে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান পায়ে আঘাত করে। রাত ১২টা নাগাদ তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। রাত দুইটা নাগাদ উপাচার্য বাসভবন থেকে বের হয়ে আসেন। এ সময় শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণের দাবি জানান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তাঁরা বিষয়টি নিয়ে কাজ করছেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
শাহরিয়ার আলমের বন্ধুরা জানান, ১৩ মে মঙ্গলবার রাতে মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি শুরু হলে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান পায়ে আঘাত করে। রাত ১২টা নাগাদ তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। রাত দুইটা নাগাদ উপাচার্য বাসভবন থেকে বের হয়ে আসেন। এ সময় শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণের দাবি জানান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তাঁরা বিষয়টি নিয়ে কাজ করছেন।
সাধারণত কোনো দেশের বাজেট প্রস্তাব হয়ে থাকে দেশটির সংসদেই। তবে এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংসদ ব্যবস্থা কার্যকর না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপিত হচ্ছে ভিন্ন প্রক্রিয়ায়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বেলা ৩টায় উপস্থাপন করেছেন২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট। এই বাজেট
০৬ জুন ২০২৫প্রায় পাঁচ বছর আগে ঘটে যাওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের মামলায় অবশেষে চূড়ান্ত রায় দিয়েছেন দেশের উচ্চ আদালত। বহুল আলোচিত এই মামলায় হাইকোর্টের রায়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক
০৬ জুন ২০২৫সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় জামায়েতে ইসলামকে পূর্বের অবস্থানে ফিরিয়ে দিয়েছে। ফলে জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক-দাঁড়িপাল্লা পুনর্বহাল হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
০৬ জুন ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ সোমবার (২ জুন) বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হচ্ছে। কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে , জামায়াতে ইসলামী, এনসিপিসহ ৩১টি দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে।
০৬ জুন ২০২৫