leadT1ad

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারে ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ২২: ০৯
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি

গতবছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে সরকারের পক্ষ থেকে নির্মিত ঘর বিতরণ করা হয়েছে।

৩০ এপ্রিল, বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো বিতরণ করেন। বিশেষ আবাসন প্রকল্পে নির্মাণ করা ঘরগুলোর ১১০টি ফেনীতে, ৯০টি নোয়াখালীতে, ৭০টি কুমিল্লায় ও ৩০টি চট্টগ্রামে বিতরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার পক্ষে সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকেরা ভুক্তভোগী পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘যারা বাড়ি পেয়েছেন সবাইকে অভিনন্দন। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সে সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন।’

উল্লেখ্য যে, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে সংঘটিত এ বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের আয়, ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ধরন ও স্থানীয় অগ্রাধিকারের ভিত্তিতে পরিবারগুলোকে বাছাই করা হয়েছে। ঘরগুলো নির্মাণের জন্য প্রাথমিকভাবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ব্যয় হয়েছে ২৪ কোটি ৯৮ লক্ষ ৯৫ হাজার টাকা।  

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   





Ad 300x250

মৃত্যুর মুখেও গাড়ি থেকে কেউ কাউকে ছেড়ে বের হননি

ঢাবিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন: মুখোমুখি শিবির ও বামপন্থীরা

‘এই বছরেই তারেক রহমান দেশে আসবেন’

জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধে বিরোধিতার দায় স্বীকারের আহ্বান ৩২ বিশিষ্ট নাগরিকের

‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি’, সংশোধন চায় জামায়াত

সম্পর্কিত