আন্তর্জাতিকভাবে তালেবানের ওপর অব্যাহত সমালোচনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এই কূটনৈতিক পদক্ষেপকে ‘নীতিগত নয় বরং ব্যবহারিক সম্পর্ক’ বলেছেন।
স্ট্রিম ডেস্ক
মানবাধিকার ও নারীর অধিকারের প্রশ্নে বিতর্কিত আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) আফগান রাষ্ট্রদূত গুল হাসান হাসানের পরিচয়পত্র মস্কো গ্রহণ করেছে।
আন্তর্জাতিকভাবে তালেবানের অব্যাহত সমালোচনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এই কূটনৈতিক পদক্ষেপকে ‘নীতিগত নয় বরং ব্যবহারিক সম্পর্ক’ বলেছেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই ঐতিহাসিক পদক্ষেপটি অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হবে বলে আশা প্রকাশ করেছেন।
রাশিয়া জানিয়েছে, তালেবান সরকারের সঙ্গে একটি উৎপাদনশীল দ্বিপক্ষীয় সম্পর্ক থাকতে পারে। সম্পর্কটির কেন্দ্রে থাকবে নিরাপত্তা, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ কৃষি, অবকাঠামো, শক্তি ও পরিবহন খাত।
মস্কোতে একটি কনসার্টে ২০২৪ সালে প্রায় ১৫০ জন মানুষ আইএসআইএস–খোরাসানের হামলায় নিহত হয়েছিল। তালেবান সরকার রাশিয়া থেকে তাদের নির্মূল করার চেষ্টা করছে।
রাশিয়ার সঙ্গে তালেবানের বাণিজ্যিক সম্পর্ক বিগত বছরগুলোতে বেড়েছে। রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে তেল অনুসন্ধান, পরিবহন, ব্যবসা সহযোগিতা নিয়ে পাঁচটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
তালেবান সরকারের পরিকল্পনা হেরাত ও অন্যান্য অঞ্চলে ‘ট্রানজিট লজিস্টিক হাব’ তৈরি করা। তালেবান সরকার এর মাধ্যমে রাশিয়ার তেল ও গ্যাস দক্ষিণ এশিয়ায় পৌঁছে দিতে সহায়তা করবে।
যুক্তরাষ্ট্র আফগান ব্যাংকিং খাতকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে রেখেছে। এ পরিস্থিতিতে রাশিয়ার রাজনৈতিক স্বীকৃতি উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নিরাপত্তার কৌশল হিসেবে দেখা হচ্ছে।
চীন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও উজবেকিস্তানেও রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে আফগানিস্তানে। তবে দেশগুলো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
মানবাধিকার ও নারীর অধিকারের প্রশ্নে বিতর্কিত আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) আফগান রাষ্ট্রদূত গুল হাসান হাসানের পরিচয়পত্র মস্কো গ্রহণ করেছে।
আন্তর্জাতিকভাবে তালেবানের অব্যাহত সমালোচনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এই কূটনৈতিক পদক্ষেপকে ‘নীতিগত নয় বরং ব্যবহারিক সম্পর্ক’ বলেছেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই ঐতিহাসিক পদক্ষেপটি অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হবে বলে আশা প্রকাশ করেছেন।
রাশিয়া জানিয়েছে, তালেবান সরকারের সঙ্গে একটি উৎপাদনশীল দ্বিপক্ষীয় সম্পর্ক থাকতে পারে। সম্পর্কটির কেন্দ্রে থাকবে নিরাপত্তা, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ কৃষি, অবকাঠামো, শক্তি ও পরিবহন খাত।
মস্কোতে একটি কনসার্টে ২০২৪ সালে প্রায় ১৫০ জন মানুষ আইএসআইএস–খোরাসানের হামলায় নিহত হয়েছিল। তালেবান সরকার রাশিয়া থেকে তাদের নির্মূল করার চেষ্টা করছে।
রাশিয়ার সঙ্গে তালেবানের বাণিজ্যিক সম্পর্ক বিগত বছরগুলোতে বেড়েছে। রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে তেল অনুসন্ধান, পরিবহন, ব্যবসা সহযোগিতা নিয়ে পাঁচটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
তালেবান সরকারের পরিকল্পনা হেরাত ও অন্যান্য অঞ্চলে ‘ট্রানজিট লজিস্টিক হাব’ তৈরি করা। তালেবান সরকার এর মাধ্যমে রাশিয়ার তেল ও গ্যাস দক্ষিণ এশিয়ায় পৌঁছে দিতে সহায়তা করবে।
যুক্তরাষ্ট্র আফগান ব্যাংকিং খাতকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে রেখেছে। এ পরিস্থিতিতে রাশিয়ার রাজনৈতিক স্বীকৃতি উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নিরাপত্তার কৌশল হিসেবে দেখা হচ্ছে।
চীন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও উজবেকিস্তানেও রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে আফগানিস্তানে। তবে দেশগুলো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
আগেও ফেহলিঙ্গার রাশিয়া ও ব্রাজিলের মতো দেশ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ফেহলিঙ্গার প্রায়ই পশ্চিমা জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ন্যাটোর প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে লক্ষ্য করে উসকানিমূলক মন্তব্য করে থাকেন।
৮ ঘণ্টা আগেথাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের অনুতিন চার্নভিরাকুল। গত দুই বছরে দেশটিতে এই নিয়ে তৃতীয়বারের মতো নেতৃত্বে পরিবর্তন এল।
১২ ঘণ্টা আগেথাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ‘গোপনে’ দেশ ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ব্যক্তিগত বিমানে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজা শহরের ৪০ শতাংশ দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক এক মুখপাত্রের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০ ঘণ্টা আগে