leadT1ad

প্রথম দেশ হিসেবে রাশিয়া স্বীকৃতি দিল তালেবান সরকারকে

আন্তর্জাতিকভাবে তালেবানের ওপর অব্যাহত সমালোচনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এই কূটনৈতিক পদক্ষেপকে ‘নীতিগত নয় বরং ব্যবহারিক সম্পর্ক’ বলেছেন।

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৪: ১৬
ছবি: আল-জাজিরা

মানবাধিকার ও নারীর অধিকারের প্রশ্নে বিতর্কিত আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) আফগান রাষ্ট্রদূত গুল হাসান হাসানের পরিচয়পত্র মস্কো গ্রহণ করেছে।

আন্তর্জাতিকভাবে তালেবানের অব্যাহত সমালোচনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এই কূটনৈতিক পদক্ষেপকে ‘নীতিগত নয় বরং ব্যবহারিক সম্পর্ক’ বলেছেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই ঐতিহাসিক পদক্ষেপটি অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হবে বলে আশা প্রকাশ করেছেন।

রাশিয়া জানিয়েছে, তালেবান সরকারের সঙ্গে একটি উৎপাদনশীল দ্বিপক্ষীয় সম্পর্ক থাকতে পারে। সম্পর্কটির কেন্দ্রে থাকবে নিরাপত্তা, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ কৃষি, অবকাঠামো, শক্তি ও পরিবহন খাত।

মস্কোতে একটি কনসার্টে ২০২৪ সালে প্রায় ১৫০ জন মানুষ আইএসআইএস–খোরাসানের হামলায় নিহত হয়েছিল। তালেবান সরকার রাশিয়া থেকে তাদের নির্মূল করার চেষ্টা করছে।

রাশিয়ার সঙ্গে তালেবানের বাণিজ্যিক সম্পর্ক বিগত বছরগুলোতে বেড়েছে। রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে তেল অনুসন্ধান, পরিবহন, ব্যবসা সহযোগিতা নিয়ে পাঁচটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।

তালেবান সরকারের পরিকল্পনা হেরাত ও অন্যান্য অঞ্চলে ‘ট্রানজিট লজিস্টিক হাব’ তৈরি করা। তালেবান সরকার এর মাধ্যমে রাশিয়ার তেল ও গ্যাস দক্ষিণ এশিয়ায় পৌঁছে দিতে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্র আফগান ব্যাংকিং খাতকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে রেখেছে। এ পরিস্থিতিতে রাশিয়ার রাজনৈতিক স্বীকৃতি উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নিরাপত্তার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

চীন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও উজবেকিস্তানেও রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে আফগানিস্তানে। তবে দেশগুলো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

Ad 300x250

সম্পর্কিত