স্ট্রিম ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবার পড়েছেন আরেক মার্ক জাকারবার্গের ঝামেলায়। মার্ক জাকারবার্গের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আইনজীবী মার্ক জাকারবার্গ একটি মামলা করেছেন।
মামলার আবার অভিযোগও ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কিত। আইনজীবী মার্ক জাকারবার্গ অভিযোগ করেছেন, গত আট বছরে পাঁচবার ফেসবুকের অ্যাকাউন্ট হারিয়েছেন। কারণ? মেটার কনটেন্ট মডারেশন সিস্টেম মনে করেছে, তিনি নাকি প্রতিষ্ঠাতা জাকারবার্গকে নকল করছেন। অথচ তিনি নিজে প্রকৃতই মার্ক জাকারবার্গ অর্থাৎ তাঁর নাম এটিই।
মামলার কাগজে আইনজীবী জাকারবার্গ মজার ছলেই লিখেছেন, যখন ফেসবুকের সিইওর বয়স ছিল মাত্র তিন বছর, তখন থেকেই তিনি আইন পেশায় নেমেছেন। কাজেই এখানে নকলের প্রশ্ন ওঠে কীভাবে!
এক টিভি সাক্ষাৎকারে আইনজীবী মার্ক জাকারবার্গ ক্ষোভ ঝাড়েন, ‘এটা মোটেও রসিকতার বিষয় না। আমার টাকা নিয়ে যখন ওরা (ফেসবুক) অ্যাকাউন্ট বন্ধ করে, তখন হাসি আসে না, বরং ভীষণ রাগ হয়।’
প্রায় ১১,০০০ ডলারের বেশি খরচ করেছেন বিজ্ঞাপনে, অথচ ফলাফল শূন্য। এমনকি ২০২০ সালে ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠানো এক ইমেইলে আইনজীবী মার্ক জাকারবার্গ কটাক্ষ করে লিখেছিলেন—’যদি কখনো বড়লোক পিচ্চি মার্ক জাকারবার্গের সঙ্গে দেখা হয়, তাকে আমার সালাম দেবে। প্রতিদিন সে আমাকে ঝামেলায় ফেলে।’
শুধু অনলাইনে নয়, অফলাইনেও একই বিপত্তি। লাস ভেগাসে একবার বক্তৃতা দিতে গিয়ে এসকেলেটরের নিচে দাঁড়িয়ে থাকা লিমুজিন চালক হাতে প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করছিলেন—তাতে লেখা ‘মার্ক জাকারবার্গ।’ জনতা ভেবেছিল ফেসবুকের প্রতিষ্ঠাতা এসেছেন। এক মুহূর্তে ছোটখাটো হুল্লোড় বেঁধে যায়।
তবে এই আইনজীবী শুধু নামের বিভ্রান্তিতেই সীমাবদ্ধ নন। প্রায়ই তার ইনবক্স ভরে যায় ভুল করে পাঠানো হুমকি, টাকা চাওয়া কিংবা প্রেমের মেসেজে। নামের কারণে এই চিঠিপত্র ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের বদলে চলে আসে আইনজীবী জাকারবার্গের কাছে।
মেটা অবশ্য ঘটনাটা হালকাভাবে নিয়েছে। তাদের বক্তব্য, ‘আমরা জানি পৃথিবীতে একাধিক মার্ক জাকারবার্গ আছেন। বিষয়টা আমরা খতিয়ে দেখছি।’
তবে আইনজীবী জাকারবার্গ প্রতিশোধপরায়ণ নন। নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘আমি মার্ক জাকারবার্গের ক্ষতি চাই না। বরং চাই গুগলে ‘মার্ক জাকারবার্গ ব্যাংক্রাপ্সি’ লিখে সার্চ করলে আমার নামটাই শীর্ষে আসুক। আর যদি কোনদিন ফেসবুকের প্রতিষ্ঠাতা সাহেব দেউলিয়া হয়ে ইন্ডিয়ানায় আসেন, আমাদের নামের মিলের সম্মানে আমি আনন্দের সঙ্গেই তার মামলা লড়ব।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবার পড়েছেন আরেক মার্ক জাকারবার্গের ঝামেলায়। মার্ক জাকারবার্গের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আইনজীবী মার্ক জাকারবার্গ একটি মামলা করেছেন।
মামলার আবার অভিযোগও ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কিত। আইনজীবী মার্ক জাকারবার্গ অভিযোগ করেছেন, গত আট বছরে পাঁচবার ফেসবুকের অ্যাকাউন্ট হারিয়েছেন। কারণ? মেটার কনটেন্ট মডারেশন সিস্টেম মনে করেছে, তিনি নাকি প্রতিষ্ঠাতা জাকারবার্গকে নকল করছেন। অথচ তিনি নিজে প্রকৃতই মার্ক জাকারবার্গ অর্থাৎ তাঁর নাম এটিই।
মামলার কাগজে আইনজীবী জাকারবার্গ মজার ছলেই লিখেছেন, যখন ফেসবুকের সিইওর বয়স ছিল মাত্র তিন বছর, তখন থেকেই তিনি আইন পেশায় নেমেছেন। কাজেই এখানে নকলের প্রশ্ন ওঠে কীভাবে!
এক টিভি সাক্ষাৎকারে আইনজীবী মার্ক জাকারবার্গ ক্ষোভ ঝাড়েন, ‘এটা মোটেও রসিকতার বিষয় না। আমার টাকা নিয়ে যখন ওরা (ফেসবুক) অ্যাকাউন্ট বন্ধ করে, তখন হাসি আসে না, বরং ভীষণ রাগ হয়।’
প্রায় ১১,০০০ ডলারের বেশি খরচ করেছেন বিজ্ঞাপনে, অথচ ফলাফল শূন্য। এমনকি ২০২০ সালে ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠানো এক ইমেইলে আইনজীবী মার্ক জাকারবার্গ কটাক্ষ করে লিখেছিলেন—’যদি কখনো বড়লোক পিচ্চি মার্ক জাকারবার্গের সঙ্গে দেখা হয়, তাকে আমার সালাম দেবে। প্রতিদিন সে আমাকে ঝামেলায় ফেলে।’
শুধু অনলাইনে নয়, অফলাইনেও একই বিপত্তি। লাস ভেগাসে একবার বক্তৃতা দিতে গিয়ে এসকেলেটরের নিচে দাঁড়িয়ে থাকা লিমুজিন চালক হাতে প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করছিলেন—তাতে লেখা ‘মার্ক জাকারবার্গ।’ জনতা ভেবেছিল ফেসবুকের প্রতিষ্ঠাতা এসেছেন। এক মুহূর্তে ছোটখাটো হুল্লোড় বেঁধে যায়।
তবে এই আইনজীবী শুধু নামের বিভ্রান্তিতেই সীমাবদ্ধ নন। প্রায়ই তার ইনবক্স ভরে যায় ভুল করে পাঠানো হুমকি, টাকা চাওয়া কিংবা প্রেমের মেসেজে। নামের কারণে এই চিঠিপত্র ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের বদলে চলে আসে আইনজীবী জাকারবার্গের কাছে।
মেটা অবশ্য ঘটনাটা হালকাভাবে নিয়েছে। তাদের বক্তব্য, ‘আমরা জানি পৃথিবীতে একাধিক মার্ক জাকারবার্গ আছেন। বিষয়টা আমরা খতিয়ে দেখছি।’
তবে আইনজীবী জাকারবার্গ প্রতিশোধপরায়ণ নন। নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘আমি মার্ক জাকারবার্গের ক্ষতি চাই না। বরং চাই গুগলে ‘মার্ক জাকারবার্গ ব্যাংক্রাপ্সি’ লিখে সার্চ করলে আমার নামটাই শীর্ষে আসুক। আর যদি কোনদিন ফেসবুকের প্রতিষ্ঠাতা সাহেব দেউলিয়া হয়ে ইন্ডিয়ানায় আসেন, আমাদের নামের মিলের সম্মানে আমি আনন্দের সঙ্গেই তার মামলা লড়ব।’
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোনো শান্তিচুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের ভেতরে প্রস্তাবিত বিশাল বাফার জোন পর্যবেক্ষণের নেতৃত্ব পেতে পারে। রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে সুরক্ষিত রাখার একটি উপায় হিসেবে এই বাফার জোনের পরিকল্পনা করা হচ্ছে।
৬ ঘণ্টা আগেআগেও ফেহলিঙ্গার রাশিয়া ও ব্রাজিলের মতো দেশ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ফেহলিঙ্গার প্রায়ই পশ্চিমা জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ন্যাটোর প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে লক্ষ্য করে উসকানিমূলক মন্তব্য করে থাকেন।
১ দিন আগেথাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের অনুতিন চার্নভিরাকুল। গত দুই বছরে দেশটিতে এই নিয়ে তৃতীয়বারের মতো নেতৃত্বে পরিবর্তন এল।
২ দিন আগেথাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ‘গোপনে’ দেশ ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ব্যক্তিগত বিমানে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ দিন আগে