leadT1ad

বিশ্ব বাঘ দিবস

আজ বিশ্ব বাঘ দিবস। সুন্দরবন বর্তমানে বাংলাদেশের বাঘের শেষ আশ্রয়স্থল। হরিণ বাঘের প্রধান খাদ্য। বাঘবিষয়ক গবেষকেরা বলেন, বাঘ শিকারের চেয়ে হরিণ শিকার বাঘের টিকে থাকার জন্য বিপজ্জনক। কারণ, পর্যাপ্ত খাবার না পেলে বাঘ দুর্বল হয়ে রোগ প্রতিরোধক্ষমতা হারাবে এবং বাঘ-মানুষের সংঘাত বাড়বে। বাংলাদেশে ২০১৫-এর গণনায় ১০৬টি, ২০১৮-তে ১১৪টি এবং সর্বশেষ ২০২৪-এ ১২৫টি বাঘ পাওয়া গেছে। রয়েল বেঙ্গল টাইগার বর্তমানে নানামুখী হুমকির শিকার। এরপরও বাঘের সংখ্যা বাড়ছে। এটি বেশ আশার খবর। ছবিগুলো গাজীপুর সাফারি পার্ক থেকে তোলা।

আশরাফুল আলম
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৮: ০৭
কৃত্রিম লেকে গা ডুবিয়ে আছে বাঘ।
মাঠের ঘাসে বাঘের বিচরণ
মাঠের ঘাসে বাঘের বিচরণ
খাবারের খোজে বেরিয়েছে বাঘ।
গরমে স্বস্তি পেতে কৃত্রিম লেকে দুই বাঘ।
গা ভিজিয়ে লাফিয়ে তীরে উঠছে।
Ad 300x250

সম্পর্কিত