স্ট্রিম ডেস্ক
দেশের ২৩টি ইংরেজি মাধ্যম স্কুলের ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে তাদের অ্যাকাডেমিক সাফল্যের জন্য সম্মাননা জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ‘ও লেভেল’, ‘আইজিসিএসই’ ও ‘ইন্টারন্যাশনাল জিসিএসই’ পরীক্ষায় নয় বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনকারী শিক্ষার্থীদের ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ২১ অক্টোবর রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও শেখার আগ্রহের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন, যা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যের বিভিন্ন পরীক্ষা বোর্ডের পক্ষে এই পরীক্ষাগুলো পরিচালনা করে থাকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) স্টিফেন ফোর্বস বলেন, ‘আজ আমরা শিক্ষার্থীদের নিষ্ঠা ও সাফল্য উদযাপন করছি। একই সঙ্গে শিক্ষার্থীদের এই সাফল্যে অভিভাবক এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ব্রিটিশ কাউন্সিল তরুণদের শিক্ষা ও কর্মজীবনে পূর্ণ সম্ভাবনা বিকাশে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে ৪২ জন শিক্ষার্থীর হাতে তাদের অনন্য ফলাফলের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুলের দুই শতাধিক শীর্ষস্থানীয় ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও ব্রিটিশ কাউন্সিলের অংশীদার স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের ২৩টি ইংরেজি মাধ্যম স্কুলের ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে তাদের অ্যাকাডেমিক সাফল্যের জন্য সম্মাননা জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ‘ও লেভেল’, ‘আইজিসিএসই’ ও ‘ইন্টারন্যাশনাল জিসিএসই’ পরীক্ষায় নয় বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনকারী শিক্ষার্থীদের ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ২১ অক্টোবর রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও শেখার আগ্রহের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন, যা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যের বিভিন্ন পরীক্ষা বোর্ডের পক্ষে এই পরীক্ষাগুলো পরিচালনা করে থাকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) স্টিফেন ফোর্বস বলেন, ‘আজ আমরা শিক্ষার্থীদের নিষ্ঠা ও সাফল্য উদযাপন করছি। একই সঙ্গে শিক্ষার্থীদের এই সাফল্যে অভিভাবক এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ব্রিটিশ কাউন্সিল তরুণদের শিক্ষা ও কর্মজীবনে পূর্ণ সম্ভাবনা বিকাশে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে ৪২ জন শিক্ষার্থীর হাতে তাদের অনন্য ফলাফলের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুলের দুই শতাধিক শীর্ষস্থানীয় ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও ব্রিটিশ কাউন্সিলের অংশীদার স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ২৮ নভেম্বর থেকে।
১০ দিন আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রথমবারের মতো বরিশালকে নতুন আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছে।
১৭ দিন আগে