leadT1ad

তৈরি পোশাক রপ্তানি আয় ১১.৯২ শতাংশ কমেছে

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২০: ১৮
২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি আয় ১১ দশমিক ৯২ শতাংশ কমেছে। ছবি: স্ট্রিম গ্রাফিক

২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি আয় তৃতীয় প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৯২ শতাংশ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ‘কোয়ার্টারলি রিভিউ অব রেডিমেড গার্মেন্টস: এপ্রিল-জুন অর্থবছর ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চতুর্থ প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে, তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৯ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। যা তৃতীয় প্রান্তিকের ১০ দশমিক ৩ বিলিয়ন ডলারের তুলনায় ১১ দশমিক ৯২ শতাংশ কম।

তবে চতুর্থ প্রান্তিকে আয় আগের অর্থবছরের একই সময়ের ৮ দশমিক ৮ বিলিয়ন ডলারের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ বেশি। গত কয়েক মাস ধরে বহির্বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক বাধা রপ্তানিকে প্রভাবিত করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চতুর্থ প্রান্তিকে তৈরি পোশাক খাতে প্রকৃত রপ্তানি আয় ছিল ৫ দশমিক ২ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৫৬ দশমিক ৭৮ শতাংশ।

চলতি বছরের এপ্রিল থেকে জুনে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রধান গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, কানাডা ও বেলজিয়াম।

এই ৯টি দেশে রপ্তানি থেকে আয় হয়েছে ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা এ সময়ের মোট রপ্তানি আয়ের ৭১ দশমিক ৮৯ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি আয় ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। এই অর্থবছরে দেশের জিডিপিতে তৈরি পোশাক খাতের অবদান ছিল ৮ দশমিক ৫২ শতাংশ।

Ad 300x250

‘এই বছরেই তারেক রহমান দেশে আসবেন’

জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধে বিরোধিতার দায় স্বীকারের আহ্বান ৩২ বিশিষ্ট নাগরিকের

‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি’, সংশোধন চায় জামায়াত

হাজতে শিশু কোলে ছাত্রলীগ নেতা, দুই পুলিশ সদস্য ক্লোজড

জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ, কক্সবাজার ভ্রমণ ‘নীরব প্রতিবাদ’: হাসনাত

সম্পর্কিত