leadT1ad

শুল্ক বাড়াচ্ছেন ট্রাম্প, পকেট ফাঁকা হচ্ছে মার্কিনিদের

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৬: ০৪
শুল্ক বাড়াচ্ছেন ট্রাম্প, পকেট ফাঁকা হচ্ছে মার্কিনিদের। সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক বাস্তবায়ন করার পর তাঁর নিজ দেশেই তৈরি হয়েছে নানামুখী চাপ। বিশেষ করে, শুল্ক আরোপের সবচেয়ে প্রভাব পড়েছে মার্কিনিদের ওপরেই। দেশটির কোম্পানিগুলো কীভাবে এই চাপ সামলাবে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। সন্দেহ নেই, অতিরিক্ত শুল্কের এই বাড়তি খরচ তারা ভোক্তাদের ওপরেই চাপিয়ে দেবে।

শুরুর দিকে দেশটির পণ্য বিক্রেতা ও সরবরাহকারীরা ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিল। তারা বলেছিল, আমদানিকৃত পণ্যের ওপর বাড়তি শুল্ক বাজারে বেশ চাপ তৈরি করবে। এই চাপ কমাতে মুনাফা কমানো বা ভোক্তাদের থেকে বাড়তি খরচ আদায়—দুটোর মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।

গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির উৎপাদক ও বিক্রেতারা আগামী সপ্তাহ থেকে বেশ কিছু পণ্যের দাম বাড়াতে বাধ্য হবে।

এরই মধ্যে মার্কিন প্রতিষ্ঠান পিঅ্যান্ডজি জানিয়েছে, শুল্কের চাপ সামলাতে তারা এক চতুর্থাংশ পণ্যের দাম বাড়াবে।

চলতি বছর প্রযুক্তিখাতে স্টক সূচকগুলো উচ্চতায় রেকর্ড গড়লেও ভোগ্যপণ্য কোম্পানিগুলো কঠিন সময় পার করছে।

গত ২ এপ্রিল ট্রাম্পের লিবারেশন ডে শুল্ক ঘোষণার পর পিঅ্যান্ডজি শেয়ারের দাম কমানো হয়েছে ১৯ শতাংশ। এ ছাড়া নেসলে ২০ শতাংশ, কিম্বারলি ক্লার্ক ১১ শতাংশ ও পেপসিকো প্রায় ৭ শতাংশ দাম কমিয়েছে। অন্যদিকে বেঞ্চমার্ক সূচক এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ১৩ শতাংশ।

প্রতিবেদনের তথ্যমতে, করোনা মহামারির পর ভোগ্যপণ্য ও খাদ্য-পানীয় কোম্পানির বিক্রি কমে গেছে। নেসলে জানায়, উত্তর আমেরিকার ক্রেতারা এখন অতিরিক্ত মূল্য দিয়ে পণ্য কিনতে অনিহা প্রকাশ করছে।

হার্ভার্ড বিজনেস স্কুলের ফেলো বিল জর্জ বলেন, ‘ওয়ালমার্ট, অ্যামাজন, বেস্ট বাইয়ের মতো কোম্পানিগুলো ভোক্তাদের ওপর দাম চাপিয়ে দিতে বাধ্য হচ্ছে। মানুষ এখনো শুল্কের প্রভাব টের পাচ্ছে না, সামনে হয়তো পাবে।’

রয়টার্সের তথ্য বলছে, কোম্পানিগুলো বছরে ৭ দশমিক ১ থেকে ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছে। জেনারেল মোটরস ও ফোর্ডের মতো গাড়ি কোম্পানিগুলো এখন পর্যন্ত নিজেরাই শুল্কের ভার বহন করছে। অনেক প্রতিষ্ঠান আগেভাগেই বেশি পণ্য আমদানি করেছে। ফলে তারা দেরিতে দাম বাড়াতে পারছে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের অ্যান্ড্রু উইলসন মনে করেন, মজুত শেষ হলে মূল্যস্ফীতির প্রভাব স্পষ্ট হবে। ইতিমধ্যে রে-ব্যান প্রস্তুতকারক এসিলরলাক্সোটিকা এবং সুইস ঘড়ি ও গয়নাপ্রস্তুতকারী কোম্পানি সোয়াচ তাদের পণ্যের দাম বাড়িয়েছে। তবে দামি ঘড়ির ক্ষেত্রে প্রভাব কম। কারণ ক্রেতারা বিদেশে গিয়েও সেসব ঘড়ি কিনে ফেলতে পারেন বলে জানিয়েছেন সোয়াচের সিইও নিক হায়েক।

Ad 300x250

১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি ব্যবসায়ীদের

রোববার শহীদ মিনারে এনসিপির সমাবেশ: ‌‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দ্বিধা

৫ আগস্ট বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপিত হবে: প্রেস সচিব

২০ শতাংশ কমানোর পর বাংলাদেশি পণ্যে মোট শুল্ক এখন কত হবে

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সম্পর্কিত