চাঁপাইনবাবগঞ্জে ‘হাজার টাকায় ৪ থ্রিপিসের অফার’ নিয়ে হুলুস্থুল কাণ্ড
চাঁপাইনবাবগঞ্জে চটকদার বিজ্ঞাপন দিয়ে এক হাজার টাকায় চারটি থ্রিপিস বিক্রির নামে ‘প্রতারণার’ অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলছেন, অতিরঞ্জিত বিজ্ঞাপন দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে শহরের শান্তিমোড় সংলগ্ন দিবানিশি ক্লিনিকের সামনে নতুন গড়ে তোলা ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’ নামের একটি প্রতিষ্ঠান।