leadT1ad

দুর্ঘটনায় মাছ ভর্তি পিকআপ খাদে, তারপর যা ঘটল

দুর্ঘটনার দুই ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে একটি রেকার এনে খাদ থেকে তোলা হয় পিকআপটি। এ সময় সঙ্গে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে যতটা সম্ভব মাছের ঝুড়ি উদ্ধার করে পিকআপ নিয়ে চলে যান। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় লোকজন ছুটে এসে খাদের পানিতে নেমে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন।

স্ট্রিম সংবাদদাতাফরিদপুর
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১: ১৯
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ২১: ২১
উৎসব করে মাছ ধরেন ওই এলাকার নারী, শিশু, যুবক, বৃদ্ধ সবাই। স্ট্রিম ছবি

প্রবাদের একেই বলে, ‘কারো পৌষ মাস কারো সর্বনাশ।’ ফরিদপুরের নগরকান্দায় দুর্ঘটনার শিকার হয়ে পাবদা মাছ বোঝাই একটি পিকআপ গিয়ে পড়ে মহাসড়কের পাশের খাদে। ভোরের দিকে পিকআপটি তুলে নিয়ে যান সঙ্গে থাকা লোকজন। পরে সেখানে উৎসব করে মাছ ধরেন ওই এলাকার নারী, শিশু, যুবক, বৃদ্ধ সবাই।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনা কবলিত পিকআপটি ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার দিকে যাচ্ছিল।

যদুরদিয়া এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবদা মাছ ভর্তি পিকআপটি পাশের খাদে পড়ার পর ঝুড়ি থেকে বেরিয়ে যায় সব মাছ। দুর্ঘটনার দুই ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে একটি রেকার এনে খাদ থেকে তোলা হয় পিকআপটি। এ সময় সঙ্গে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে যতটা সম্ভব মাছের ঝুড়ি উদ্ধার করে পিকআপ নিয়ে চলে যান। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় লোকজন ছুটে এসে বৃষ্টির পানি জমা খাদে নেমে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকার লোকজন কেউ ঝাঁকি জাল নিয়ে এসেছেন, কেউ-বা মাছ ধরছেন গামছা দিয়ে। আবার কেউ হাত দিয়ে মাছ ধরতে ব্যস্ত। মহাসড়কের পাশে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে মাছ ধরার দৃশ্য দেখার জন্য ভীড় করেছেন আশপাশে কয়েকটি গ্রামের অর্ধশতাধিক বাসিন্দা।

কেউ কেউ ১৫ কেজি থেকে আধা মণ পর্যন্ত মাছ ধরতে পেরেছেন। স্ট্রিম ছবি
কেউ কেউ ১৫ কেজি থেকে আধা মণ পর্যন্ত মাছ ধরতে পেরেছেন। স্ট্রিম ছবি

পার্শ্ববর্তী ভাঙ্গা ‍উপজেলার হামেরদী ইউনিয়নের মহেশ্বর্দী গ্রাম থেকে মাছ ধরার দৃশ্য দেখতে এসেছেন মাইনুদ্দীন। তিনি জানান, সকাল থেকে তিনি মাছ ধরা দেখছেন। যা ধরা হচ্ছে সবই পাবদা মাছ। কেউ কেউ ১৫ কেজি থেকে আধা মণ পর্যন্ত মাছও ধরতে পেরেছেন। কেউ খালি হাতে ফিরে যাননি।

একটি বালতি ভর্তি মাছ ধরে সড়কে উঠে এলেন ওই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (২৮)। তাঁর চোখ-মুখে হাসি খেলে যাচ্ছে। তিনি মাছের পাশাপাশি দুর্ঘটনা কবলিত পিকআপের ভাঙা একটি হেড লাইটও খুঁজে পেয়েছেন। তিনি জানান, প্রায় ১০ কেজি মাছ ধরতে পেরেছেন। কিছুটা আফসোসের সুরে বলেন, অন্যরা তাঁর থেকে অনেক বেশি মাছ ধরেছেন।

মাছ ভর্তি পিকআপটি কোথায় থেকে কোন গন্তব্যে যাচ্ছিল তা বলতে পারেনি কেউ। গাড়িতে কী পরিমাণ মাছ ছিল ও এর মালিকের নাম জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘শুক্রবার ভোরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের যদুরদিয়া এলাকায় মাছ ভর্তি একটি পিকআপ দুর্ঘটনার শিকার হয়ে পাশের খাদে জমে থাকা পানিতে পড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’ তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির কাউকে পায়নি পুলিশ।

Ad 300x250

সম্পর্কিত