leadT1ad

আইয়ুব বাচ্চুর গিটার শিক্ষক জ্যাকব ডায়েস

স্ট্রিম মাল্টিমিডিয়া
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২০: ০৪

আজ ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামের মাটিতে জন্মেছিলেন আইয়ুব বাচ্চু তথা সবার প্রিয় এবি। তাঁর প্রথম গিটার হাতে নেওয়া, স্টেজে ওঠা থেকে শুরু করে প্রথম ব্যান্ড, গিটার বাজিয়ে প্রথম উপার্জন—প্রথম সবকিছুই চট্টগ্রামে। তাঁর ব্যান্ডযাত্রার শুরুর দিনগুলোর সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের শিল্পী, সংগঠক জ্যাকব ডায়েসের নাম। তিনি আইয়ুব বাচ্চুর গিটার-শিক্ষক। সত্তরের দশকের শেষ দিকে আইয়ুব বাচ্চু জ্যাকব ডায়েসের হাতে তৈরি ‘স্পাইডার’ ব্যান্ডে গিটার বাজাতেন। জন্মদিনে ঢাকা স্ট্রিমে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণা করেছেন জ্যাকব ডায়েস ও আইয়ুব বাচ্চুর প্রথম ব্যান্ড 'স্পাইডার' এর সাবেক ভোকালিস্ট ইকবাল হায়দার। সঙ্গে থাকছেন স্পাইডার ব্যান্ডের এই প্রজন্মের শিল্পী লরেন্স ডায়েসও।

Ad 300x250

শেখ হাসিনার সংবিধান থাকলে প্রত্যেকেই ফাঁসির দড়িতে ঝুলবে: ফরহাদ মজহার

অধিকাংশ ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসব: বদিউল আলম

শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে জন্মাষ্টমী উদ্‌যাপন

জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হলো রাজনৈতিক দলগুলোকে

শ্রীকৃষ্ণের জন্মোৎসব: পুরান ঢাকা হয়ে উঠেছিল একখণ্ড মথুরা

সম্পর্কিত