leadT1ad

ভারতীয় মুসলমানদের বাংলাদেশে পুশ ইন

স্ট্রিম মাল্টিমিডিয়া
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২৩: ১৫

অর্ক দেব পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকরের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে স্বামী ও সন্তানসহ ১৮ জুন দিল্লি পুলিশ ‘বাংলাদেশি’ সন্দেহে তুলে নেয়। বৈধ নথি থাকলেও চোখ বেঁধে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করে—রাজশাহীতে এক অজানা পরিবেশে এখন দিন কাটাচ্ছেন তাঁরা। ওদিকে পশ্চিমবঙ্গের বীরভূমের পাইকর গ্রামে সোনালির বাবা-মা রয়েছেন মেয়ের ফিরে আসার অপেক্ষায়। শুধু সোনালি খাতুন নন, অসংখ্য ভারতীয় বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে পুশব্যাক করানো হচ্ছে। কেন এই ঘটনাগুলো ঘটছে? এর পেছনে ক্রিয়াশীল রয়েছে কোন রাজনীতি? ঢাকা স্ট্রিমের সঙ্গে আলাপচারিতায় সেসবের বিস্তারিত ব্যখ্যা করেছেন ভারতীয় সাংবাদিক ও ইন্সক্রিপের সম্পাদক অর্ক দেব। সব মিলিয়ে অর্ক দেবের সাক্ষাৎকারের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে ভারতের বাংলাভাষী দরিদ্র মুসলমান পরিযায়ী শ্রমিকদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের এক বাস্তব চিত্র—যেখানে নিজের দেশেই ‘পর’ হয়ে যেতে হয়।

এই ভিডিওতে রয়েছে—

  • ভারতীয় মুসলমানদের পুশব্যাকের আসল চিত্র
  • সীমান্ত রাজনীতি ও মানবাধিকার লঙ্ঘনের গল্প
  • পশ্চিমবঙ্গের বীরভূম থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নিপীড়নের যাত্রা

Ad 300x250

সম্পর্কিত