leadT1ad

সুখী দেশ ফিনল্যান্ডে কেন এত আত্মহত্যা?

স্ট্রিম মাল্টিমিডিয়া
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২০: ১৫

ঢাকা স্ট্রিমে ভ্রমণগল্পকার ও বিশ্বভ্রমণকারী অপু তানভীর (Opu Tanvir) বলছেন এক ভিন্নতর গল্প—সুখী দেশ ফিনল্যান্ডের সুখ আর নিঃসঙ্গতা নিয়ে। ফিনল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলা হলেও, এখানেই রয়েছে বিশ্বের অন্যতম উচ্চ আত্মহত্যার হার। কেন এমন ঘটে? রাষ্ট্রীয় সুবিধা থাকা সত্ত্বেও কেন মানুষ একাকীত্বে ভোগে? দীর্ঘ শীত, সামাজিক দূরত্ব, বিষণ্নতা ও মানসিক সংকট কীভাবে প্রভাব ফেলে মানুষের জীবনে?

Ad 300x250

সম্পর্কিত