leadT1ad

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সংকট নিরসন সম্ভব নয়: খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনের কোনো পথ খোলা নেই।

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
বক্তৃতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনের কোনো পথ খোলা নেই।

শুক্রবার নরসিংদী জেলা শাখা আয়োজিত নবাগত সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ দাবি জানান। জালালুদ্দীন আহমদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, নির্বাচনকে প্রকৃত লেভেল-প্লেইং ফিল্ডে আনা, জুলাই গণহত্যার বিচার এবং সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা— এই পাঁচ দফাই জনগণের প্রাণের দাবি।’

ইসরায়েলি বাহিনীর হাতে গাজাগামী ত্রাণবাহী নৌযান আটকের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এটি মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন ছাড়া ইসরায়েল এত দিন ধরে গণহত্যা চালাতে পারত না। মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীকে এই বর্বরতা বন্ধে সোচ্চার হতে হবে।’

অনুষ্ঠানে জেলা সভাপতি মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক আমির ও অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নুরপুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

প্রধান অতিথি বলেন, ‘জনগণের ন্যায্য দাবি পূরণে ঐক্যবদ্ধ হতে হবে। শান্তি, নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’

Ad 300x250

সম্পর্কিত