leadT1ad

জুলাই গণহত্যার অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৭: ২৫
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৭: ৪৮
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সংগৃহীত ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মানবতাবিরোধী অপরাধে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি বলেন, ‘জুলাই-আগস্টে আন্দোলন চলাকালীন হত্যা-গণহত্যার অভিযোগ সত্য। এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন যে অপরাধ সংঘটিত হয়েছে, তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই।’

এর আগে, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার আদেশ দেন ট্রাইবুনাল।

অভিযোগ গঠনের শুনানির সময় কাঠগড়ায় হাজির থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হতে ইচ্ছা প্রকাশ করেন। ট্রাইব্যুনাল তার এই আবেদন মঞ্জুর করেন। এ ছাড়া মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য যথাক্রমে ৩ ও ৪ আগস্ট ধার্য করেন।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের আরও দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তাঁকে অভিযোগ পড়ে শোনানো হয়। ট্রাইব্যুনাল জানতে চান, অভিযোগগুলোর ব্যাপারে তাঁর বক্তব্য কী? তিনি তাঁর দোষ স্বীকার করেন। সব তথ্য উদ্‌ঘাটনে ব্যাপারে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি ‘অ্যাপ্রুভার’ হতে চেয়েছেন। সেই প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।

এরপর চলতি বছরের ১ জুন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

Ad 300x250

সম্পর্কিত