leadT1ad

টেলিযোগাযোগ স্টাফ কলেজে ‘জুলাই স্মৃতি কর্নার’ উদ্বোধন, ভূমি ব্যবস্থাপনায় গুরুত্বারোপ সচিবের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২: ০৫
টেলিযোগাযোগ স্টাফ কলেজে ‘জুলাই স্মৃতি কর্নার’ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। ছবি: সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সবার নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।

শনিবার (২৬ নভেম্বর) গাজীপুরের টেলিযোগাযোগ স্টাফ কলেজে বিটিসিএলের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ব্যক্তি থেকে প্রতিষ্ঠান—সব পর্যায়ে যথাযথ ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বাংলাদেশের জনসংখ্যা বেশি, ভূমি কম—এ কারণে দেশটি “ল্যান্ড হাংরি”। যথাযথ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত হলে দেশের নতুন সম্ভাবনার পথ খুলবে।

কর্মশালা শুরুর আগে সচিব আব্দুন নাসের খান কলেজ প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানকারীদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি কর্নার’ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, টেলিযোগাযোগ স্টাফ কলেজের ডিজি ড. এ. কে. এম. গোলাম বাহারুল, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব মো. সফিউল আলম, উপসচিব বি. এম. মশিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত