leadT1ad

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে। ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আগামী ২১ জানুয়ারি থেকে ভিসা প্রদানের এ স্থগিতাদেশ কার্যকর হবে। আজ স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পররাষ্ট্র দপ্তরের এক মেমোতে (স্মারক) এই স্থগিতাদেশের কথা বলা হয়েছে। তবে ওই মুখপাত্র ভিসা দেওয়া স্থগিতের এই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওই মেমোতে দূতাবাসগুলোকে অভিবাসী ভিসা দেওয়ার বর্তমান প্রক্রিয়াগুলো পুনঃমূল্যায়নের আগ পর্যন্ত বিদ্যমান আইনের অধীনে আবেদনকারীদের ভিসা না দিতে নির্দেশ দিয়েছে। তবে ভিসা প্রদান কতদিন স্থগিত থাকবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় গ্রহণের পর থেকে অভিবাসন বিষয়ে কঠোর নীতি অনুসরণ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই পদক্ষেপকে সেই নীতির অংশ মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত নভেম্বরে হোয়াইট হাউসের কাছে এক আফগান নাগরিকের গুলিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হন। এরপরই ‘তৃতীয় বিশ্বের’ সব দেশ থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে স্থগিতের’ অঙ্গীকার করেন ট্রাম্প।

বাংলাদেশ ছাড়াও আরও যে ৭৪টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করা হচ্ছে—আফগানিস্তান, পাকিস্তান, রাশিয়া, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, ক্যাম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও ডমিনিকা।

মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডা, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, সাউথ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

Ad 300x250

সম্পর্কিত