leadT1ad

আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে ৩০টি গরুসহ ট্রাক ডাকাতি, ট্রাক উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১: ৪০
আশুলিয়া থানা। ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে ৩০টি গরুসহ একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ পাঁচটি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে বগুড়া থেকে ৩০টি গরু ট্রাকে নিয়ে গরুর মালিক রওনা হয়। পরে রাত ২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। এরপরে ট্রাকের চালক ও গরুর মালিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা আশুলিয়া থানা পুলিশকে ডাকাতির ঘটনাটি অবহিত করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সকালে ময়মনসিংহ থেকে পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি গরু ও ট্রাক উদ্ধার করেছে। এঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে রাত পর্যন্ত কোনও ডাকাত সদস্যকে আটক করা যায়নি।

এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Ad 300x250

সম্পর্কিত