leadT1ad

কাজি হতে পারবেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও, আইন সংশোধন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২: ২২
কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরাও নিকাহ রেজিস্ট্রার বা কাজি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। সংগৃহীত ছবি

মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধক (কাজি) নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার পরিধি বাড়াল সরকার। এখন থেকে আলিয়া মাদ্রাসার পাশাপাশি কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরাও নিকাহ রেজিস্ট্রার বা কাজি হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আজ রোববার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসে আসিফ নজরুল জানান, এতদিন নিকাহ রেজিস্ট্রার হওয়ার সুযোগ কেবল আলিয়া মাদ্রাসা থেকে আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে আইন মন্ত্রণালয় এই সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইন সংশোধন করেছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে ‘দাওরায়ে হাদিস’ সনদধারী ব্যক্তিরাও কাজী পদের জন্য আবেদন করতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তকে কওমি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত