স্ট্রিম ডেস্ক

দেশি-বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত হয়েছে আরও ১১টি প্রতিষ্ঠান। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশন। ব্যাংকগুলো হলো—রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সিটি করপোরেশনগুলো হলো—রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
এর ফলে বিনিয়োগকারীরা এখন অনলাইনেই ব্যাংক হিসাব খোলা ও ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক ও পৌর সেবা দ্রুত পাবেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় বিনিয়োগকারী যেন একটি ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমেই সব সেবা পান, সেটাই মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। উন্নত দেশগুলোর মতো একবার দেওয়া তথ্য পুরো সরকারের মধ্যে ব্যবহারযোগ্য করার পথে এগোচ্ছে বাংলাদেশ।’ তিনি সেবার মান বাড়াতে নিয়মিত মনিটরিং ও ফিডব্যাক নেওয়ার ওপর জোর দেন।
উল্লেখ্য, বর্তমানে বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত এই সিস্টেমের মাধ্যমে ২ লাখ ১৫ হাজারেরও বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

দেশি-বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত হয়েছে আরও ১১টি প্রতিষ্ঠান। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশন। ব্যাংকগুলো হলো—রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সিটি করপোরেশনগুলো হলো—রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
এর ফলে বিনিয়োগকারীরা এখন অনলাইনেই ব্যাংক হিসাব খোলা ও ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক ও পৌর সেবা দ্রুত পাবেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় বিনিয়োগকারী যেন একটি ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমেই সব সেবা পান, সেটাই মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। উন্নত দেশগুলোর মতো একবার দেওয়া তথ্য পুরো সরকারের মধ্যে ব্যবহারযোগ্য করার পথে এগোচ্ছে বাংলাদেশ।’ তিনি সেবার মান বাড়াতে নিয়মিত মনিটরিং ও ফিডব্যাক নেওয়ার ওপর জোর দেন।
উল্লেখ্য, বর্তমানে বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত এই সিস্টেমের মাধ্যমে ২ লাখ ১৫ হাজারেরও বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

সরকার ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে সাঁতাও। সেরা অভিনেতা আফরান নিশো এবং সেরা অভিনেত্রী হিসেবে আইনুন নাহার পুতুল জায়গা করে নিয়েছেন।
১ ঘণ্টা আগে
দাবির প্রতি সমর্থন জানিয়ে সাংবাদিক নিবন্ধনের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিজিটাল পদ্ধতিতে না গিয়ে কমিশন আগের মতো ম্যানুয়ালি নিবন্ধন করবে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিক প্রার্থীদের সমর্থনে সাতটি আসনে নিজেদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ প্রত্যাহারের আবেদন করেছিল জামায়াতে ইসলামী। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
২ ঘণ্টা আগে
গণভোটের বিষয়গুলো অনুমোদন পেলে রাজনৈতিক দলগুলো জনতার প্রশ্নের মুখে পড়বে এবং সংস্কারের সুযোগ তৈরি হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রিয়াজ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা: ক্রান্তিকালে দুঃসহ পথচলা’
২ ঘণ্টা আগে