স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে র্যাবের গুম ও নির্যাতনের ঘটনাস্থল হিসেবে পরিচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই) পরিদর্শনের অনুমতি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।
বুধবার (১৪ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্য হলেন– বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী তাবারক হোসেন গুম-সংক্রান্ত একটি মামলায় সাতজনের পক্ষে শুনানি করে আগামী ১৫ দিনের মধ্যে মামলার ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চান। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আদেশে বলেন, প্রসিকিউশনকে অবহিত করে আইনজীবীরা টিএফআই সেল পরিদর্শন করতে পারবেন। এ সময় প্রসিকিউশনের প্রতিনিধিরাও চাইলে সেখানে উপস্থিত থাকতে পারবেন।
কেন এই পরিদর্শন
আইনজীবী তাবারক হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রসিকিউশন তাদের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্রে র্যাবের টিএফআই সেলকে এ মামলার অপরাধের ঘটনাস্থল (প্লেস অব অকারেন্স) হিসেবে উল্লেখ করেছে। তাই ন্যায়বিচারের স্বার্থে আমরা ওই স্থান পরিদর্শনের আবেদন করেছি। ট্রাইব্যুনাল আমাদের বক্তব্য শুনে অনুমতি দিয়েছেন।’
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা ঘটনাস্থল পরিদর্শনের আবেদন করেন। প্রসিকিউশনের উপস্থিতিতে বা প্রসিকিউশনকে জানিয়ে পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
জামিন আবেদন নথিভুক্ত
এদিন মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলমের জামিন আবেদনও শুনানির তালিকায় ছিল। আইনজীবী তাবারক হোসেন জানান, জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁর জামিন চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর বা সরাসরি খারিজ না করে ‘নথিভুক্ত’ রাখার আদেশ দিয়েছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে র্যাবের গুম ও নির্যাতনের ঘটনাস্থল হিসেবে পরিচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই) পরিদর্শনের অনুমতি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।
বুধবার (১৪ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্য হলেন– বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী তাবারক হোসেন গুম-সংক্রান্ত একটি মামলায় সাতজনের পক্ষে শুনানি করে আগামী ১৫ দিনের মধ্যে মামলার ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চান। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আদেশে বলেন, প্রসিকিউশনকে অবহিত করে আইনজীবীরা টিএফআই সেল পরিদর্শন করতে পারবেন। এ সময় প্রসিকিউশনের প্রতিনিধিরাও চাইলে সেখানে উপস্থিত থাকতে পারবেন।
কেন এই পরিদর্শন
আইনজীবী তাবারক হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রসিকিউশন তাদের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্রে র্যাবের টিএফআই সেলকে এ মামলার অপরাধের ঘটনাস্থল (প্লেস অব অকারেন্স) হিসেবে উল্লেখ করেছে। তাই ন্যায়বিচারের স্বার্থে আমরা ওই স্থান পরিদর্শনের আবেদন করেছি। ট্রাইব্যুনাল আমাদের বক্তব্য শুনে অনুমতি দিয়েছেন।’
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা ঘটনাস্থল পরিদর্শনের আবেদন করেন। প্রসিকিউশনের উপস্থিতিতে বা প্রসিকিউশনকে জানিয়ে পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
জামিন আবেদন নথিভুক্ত
এদিন মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলমের জামিন আবেদনও শুনানির তালিকায় ছিল। আইনজীবী তাবারক হোসেন জানান, জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁর জামিন চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর বা সরাসরি খারিজ না করে ‘নথিভুক্ত’ রাখার আদেশ দিয়েছেন।

সরকার ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে সাঁতাও। সেরা অভিনেতা আফরান নিশো এবং সেরা অভিনেত্রী হিসেবে আইনুন নাহার পুতুল জায়গা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
দাবির প্রতি সমর্থন জানিয়ে সাংবাদিক নিবন্ধনের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিজিটাল পদ্ধতিতে না গিয়ে কমিশন আগের মতো ম্যানুয়ালি নিবন্ধন করবে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিক প্রার্থীদের সমর্থনে সাতটি আসনে নিজেদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ প্রত্যাহারের আবেদন করেছিল জামায়াতে ইসলামী। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
৬ ঘণ্টা আগে
গণভোটের বিষয়গুলো অনুমোদন পেলে রাজনৈতিক দলগুলো জনতার প্রশ্নের মুখে পড়বে এবং সংস্কারের সুযোগ তৈরি হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রিয়াজ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা: ক্রান্তিকালে দুঃসহ পথচলা’
৬ ঘণ্টা আগে