স্ট্রিম নাগরিক সংলাপ
স্ট্রিম প্রতিবেদক

উন্নত দেশগুলোর কাছ থেকে ৫ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ‘কার্বন ফাইন’ ও অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। তিনি বলেন, ২০২৩ সালের সমীক্ষা অনুযায়ী এটি আমাদের অধিকার, কোনো করুণা নয়। দলের নির্বাচনী ইশতেহারে এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহারে উপকূলীয় অঞ্চলের সংকট অন্তর্ভুক্তি’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার মিলি বলেন, উপকূলের জন্য ১৯ দশমিক ৭ বিলিয়ন ডলার প্রয়োজন হলেও বরাদ্দ আছে চাহিদার মাত্র ছয় ভাগের এক ভাগ। এই বিশাল ঘাটতি মেটাতে কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে প্রাপ্য অর্থ আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে। তিনি বলেন, জনগণের করের টাকা খরচ না করে গ্লোবাল ফান্ড থেকে এই অর্থ আনতে পারলে আধুনিক ও ‘অলরাউন্ডেড’ সাইক্লোন সেন্টার তৈরি করা সম্ভব।
পানির হিস্যা প্রসঙ্গে ব্যারিস্টার মিলি বলেন, ‘ভাটির দেশ হিসেবে আমরা ন্যায্য হিস্যা পাচ্ছি না। পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে, তবে আমরা কেন বছরের পর বছর ক্ষতি সহ্য করে বসে থাকব? আন্তর্জাতিক রিভার কনভেনশন অনুযায়ী আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব।’
বাজেটের অগ্রাধিকার পরিবর্তনের প্রস্তাব দিয়ে ব্যারিস্টার মিলি বলেন, ‘প্রতিরক্ষা খাতে যুদ্ধবিমান কেনার চেয়ে উপকূলের সুরক্ষায় সার্ভে ভেসেল বা জরিপ জাহাজ কেনা এখন আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।’
লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স) ও মিডিয়া স্ট্রিমের যৌথভাবে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ঢাকা স্ট্রিম।

উন্নত দেশগুলোর কাছ থেকে ৫ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ‘কার্বন ফাইন’ ও অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। তিনি বলেন, ২০২৩ সালের সমীক্ষা অনুযায়ী এটি আমাদের অধিকার, কোনো করুণা নয়। দলের নির্বাচনী ইশতেহারে এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহারে উপকূলীয় অঞ্চলের সংকট অন্তর্ভুক্তি’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার মিলি বলেন, উপকূলের জন্য ১৯ দশমিক ৭ বিলিয়ন ডলার প্রয়োজন হলেও বরাদ্দ আছে চাহিদার মাত্র ছয় ভাগের এক ভাগ। এই বিশাল ঘাটতি মেটাতে কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে প্রাপ্য অর্থ আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে। তিনি বলেন, জনগণের করের টাকা খরচ না করে গ্লোবাল ফান্ড থেকে এই অর্থ আনতে পারলে আধুনিক ও ‘অলরাউন্ডেড’ সাইক্লোন সেন্টার তৈরি করা সম্ভব।
পানির হিস্যা প্রসঙ্গে ব্যারিস্টার মিলি বলেন, ‘ভাটির দেশ হিসেবে আমরা ন্যায্য হিস্যা পাচ্ছি না। পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে, তবে আমরা কেন বছরের পর বছর ক্ষতি সহ্য করে বসে থাকব? আন্তর্জাতিক রিভার কনভেনশন অনুযায়ী আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব।’
বাজেটের অগ্রাধিকার পরিবর্তনের প্রস্তাব দিয়ে ব্যারিস্টার মিলি বলেন, ‘প্রতিরক্ষা খাতে যুদ্ধবিমান কেনার চেয়ে উপকূলের সুরক্ষায় সার্ভে ভেসেল বা জরিপ জাহাজ কেনা এখন আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।’
লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স) ও মিডিয়া স্ট্রিমের যৌথভাবে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ঢাকা স্ট্রিম।

দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তির আওতায় ভারতে আটক থাকা ১২৮ মৎস্যজীবীকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। একসঙ্গে বাংলাদেশে আটক ২৩ ভারতীয় মৎস্যজীবীকে ফেরত পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ফরিদপুর শহর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড ও কয়েক ডজন কার্তুজ উদ্ধার করেছে র্যাব। ধারণা করা হচ্ছে, এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় কোতোয়ালি থানা থেকে লুট হওয়া গোলাবারুদের একাংশ।
১ ঘণ্টা আগে
শেরপুরের ঝিনাইগাতীতে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
৪ ঘণ্টা আগে