স্ট্রিম প্রতিবেদক

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় গ্যাসের চাপ কম। এতে মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। গ্যাসের 'মারাত্মক স্বল্পচাপ' থাকার কারণ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বৃহস্পতিবার দিবাগত রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামতকালে পাইপে পানি প্রবেশ করে। এ ছাড়া ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম। এ কারণে ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপের এই সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে।’
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
পানি নিষ্কাশনসহ গ্যাস সরবরাহ বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক এ এইচ এম মাছউদুর রহমান স্ট্রিমকে বলেন, ‘যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে, এতে কত সময় লাগবে, সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
এদিকে শুক্রবার (৯ জানুয়ারি) ওইসব এলাকার বাসিন্দারা তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। কাঠালবাগানের বাসিন্দা সাবিনা আক্তার, একজন গৃহীনী। স্ট্রিমকে তিনি বলেন, ‘ছুটির দিনে সবাই বাসায় থাকে। এদিন ভালোমন্দ রান্নার ব্যাপার থাকে। কিন্তু আজ তো গ্যাসই নেই। যতটুকু পাচ্ছি, তাতে রান্না করা অসম্ভব।’
মোহাম্মদপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন অর্পণ। স্ট্রিমকে তিনি জানান, ‘সারাদিন গ্যাস না পেয়ে অনলাইনে খাবার অর্ডার করতে হলো। ছুটির দিনে সবাই মিলে একসঙ্গে বসে খাব, এমন প্রত্যাশা থাকে। কিন্তু গ্যাস না থাকায় হোটেলের ওপর ভরসা করতে হচ্ছে।’

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় গ্যাসের চাপ কম। এতে মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। গ্যাসের 'মারাত্মক স্বল্পচাপ' থাকার কারণ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বৃহস্পতিবার দিবাগত রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামতকালে পাইপে পানি প্রবেশ করে। এ ছাড়া ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম। এ কারণে ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপের এই সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে।’
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
পানি নিষ্কাশনসহ গ্যাস সরবরাহ বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক এ এইচ এম মাছউদুর রহমান স্ট্রিমকে বলেন, ‘যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে, এতে কত সময় লাগবে, সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
এদিকে শুক্রবার (৯ জানুয়ারি) ওইসব এলাকার বাসিন্দারা তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। কাঠালবাগানের বাসিন্দা সাবিনা আক্তার, একজন গৃহীনী। স্ট্রিমকে তিনি বলেন, ‘ছুটির দিনে সবাই বাসায় থাকে। এদিন ভালোমন্দ রান্নার ব্যাপার থাকে। কিন্তু আজ তো গ্যাসই নেই। যতটুকু পাচ্ছি, তাতে রান্না করা অসম্ভব।’
মোহাম্মদপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন অর্পণ। স্ট্রিমকে তিনি জানান, ‘সারাদিন গ্যাস না পেয়ে অনলাইনে খাবার অর্ডার করতে হলো। ছুটির দিনে সবাই মিলে একসঙ্গে বসে খাব, এমন প্রত্যাশা থাকে। কিন্তু গ্যাস না থাকায় হোটেলের ওপর ভরসা করতে হচ্ছে।’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার চলমান প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রুল খারিজ করে দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তির আওতায় ভারতে আটক থাকা ১২৮ মৎস্যজীবীকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। একসঙ্গে বাংলাদেশে আটক ২৩ ভারতীয় মৎস্যজীবীকে ফেরত পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুর শহর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড ও কয়েক ডজন কার্তুজ উদ্ধার করেছে র্যাব। ধারণা করা হচ্ছে, এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় কোতোয়ালি থানা থেকে লুট হওয়া গোলাবারুদের একাংশ।
২ ঘণ্টা আগে