leadT1ad

দেশে প্রতি হাজারে ৩৩২ জন অসুস্থ, নারী বেশি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ২১: ১৯
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) লোগো। ছবি: সংগৃহীত

দেশে প্রতি এক হাজার মানুষের মধ্যে ৩৩২ জন কোনো না কোনো রোগে আক্রান্ত। এর মধ্যে গ্রামের মানুষের অসুস্থ হওয়ার হার শহরের তুলনায় বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে (এইচএমএসএস) ২০২৫’-এর জরিপে এসব তথ্য উঠে এসেছে।

আজ রোববার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়।

অসুস্থতার হার ও ধরন

জরিপের তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে প্রতি হাজারে ৩৩২ দশমিক ১৯ জন মানুষ অসুস্থ। গ্রামাঞ্চলে এই হার ৩৩৩ দশমিক ৩০ জন ও শহরাঞ্চলে ৩৩১ জন। লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, নারীদের অসুস্থতার হার পুরুষের চেয়ে বেশি। প্রতি হাজার নারীর মধ্যে ৩৫৪ জন ও পুরুষের মধ্যে ৩০৯ জন অসুস্থতায় ভোগেন। বয়স বাড়ার সঙ্গে অসুস্থতার হারের সম্পর্ক পাওয়া গেছে। এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে অসুস্থতার হার হাজারে ২৩২ জন, যা ৭৫-৭৯ বছর বয়সীদের ক্ষেত্রে বেড়ে দাঁড়িয়েছে ৭৪৪ জনে।

রোগের ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, শীর্ষ ১০টি রোগের মধ্যে উচ্চ রক্তচাপ (৭৮ দশমিক ২৮ জন) প্রথম অবস্থানে রয়েছে। এরপর রয়েছে পেপটিক আলসার (৬৩ দশমিক ৭৯ জন), ডায়াবেটিস (৪৩ দশমিক ১৫ জন), বাত বা আর্থ্রাইটিস (৩৯ দশমিক ৭৫ জন), চর্মরোগ (৩৭ দশমিক ২৩ জন), হৃদরোগ (৩১ দশমিক ৩২ জন) এবং হাঁপানি (৩০ দশমিক ৯৪ জন)।

চিকিৎসা গ্রহণ ও ব্যয়

জরিপে দেখা গেছে অংশ নেওয়া ৫১ দশমিক ২ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজে অথবা স্থানীয় ফার্মেসি ও ওষুধের দোকান থেকে চিকিৎসা গ্রহণ করেন। প্রায় ২০ শতাংশ মানুষ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ১১ দশমিক ৫ শতাংশ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে সেবা নেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা রুটিন চেকআপ করানোর হার ১ দশমিক ৬৪ শতাংশ।

প্রসব ও মাতৃস্বাস্থ্য

বিবিএসের জরিপে দেখা গেছে, দেশে সিজারিয়ান সন্তান প্রসবের হার ৪৯ দশমিক ৩ শতাংশ। শহরাঞ্চলে এই হার ৫৩ দশমিক ৩ শতাংশ ও পল্লী অঞ্চলে ৪৮ দশমিক ১ শতাংশ। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় প্রসবের হার ৬৬ দশমিক ৬ শতাংশ।

তামাক ব্যবহার

জরিপ অনুযায়ী, ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর মধ্যে ২৬ দশমিক ৭ শতাংশ ব্যক্তি তামাক বা তামাকজাতীয় দ্রব্য ব্যবহার করেন। পুরুষদের মধ্যে এই হার ৩৭ দশমিক ৯ শতাংশ ও নারীদের মধ্যে ১৬ দশমিক ৫ শতাংশ।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলীসহ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত