স্ট্রিম ডেস্ক

ওমানে কর্মরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশটি বাংলাদেশের জন্য আবারও নতুন ওয়ার্ক ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে দুই দেশের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি। এ সময় উপদেষ্টা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমান সরকারের প্রশংসা করেন।
বৈঠকে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সের মতো দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসার ওপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য ওমানের মন্ত্রীর কাছে অনুরোধ জানান ড. আসিফ নজরুল।
ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত প্রবাসী কর্মীদের বৈধ করার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে নতুন ওয়ার্ক ভিসা বন্ধ রাখা হয়েছিল। তিনি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা আবার চালুর আশ্বাস দেন।
উপদেষ্টা আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার, আইনি সংস্কার এবং কর্মী পাঠানোর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি স্বাগতিক দেশের ভাষা ও আইনকানুন সম্পর্কে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির পরবর্তী বৈঠক ডাকার প্রস্তাব করেন। এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান তিনি।

ওমানে কর্মরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশটি বাংলাদেশের জন্য আবারও নতুন ওয়ার্ক ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে দুই দেশের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি। এ সময় উপদেষ্টা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমান সরকারের প্রশংসা করেন।
বৈঠকে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সের মতো দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসার ওপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য ওমানের মন্ত্রীর কাছে অনুরোধ জানান ড. আসিফ নজরুল।
ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত প্রবাসী কর্মীদের বৈধ করার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে নতুন ওয়ার্ক ভিসা বন্ধ রাখা হয়েছিল। তিনি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা আবার চালুর আশ্বাস দেন।
উপদেষ্টা আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার, আইনি সংস্কার এবং কর্মী পাঠানোর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি স্বাগতিক দেশের ভাষা ও আইনকানুন সম্পর্কে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির পরবর্তী বৈঠক ডাকার প্রস্তাব করেন। এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান তিনি।

দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তির আওতায় ভারতে আটক থাকা ১২৮ মৎস্যজীবীকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। একসঙ্গে বাংলাদেশে আটক ২৩ ভারতীয় মৎস্যজীবীকে ফেরত পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ফরিদপুর শহর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড ও কয়েক ডজন কার্তুজ উদ্ধার করেছে র্যাব। ধারণা করা হচ্ছে, এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় কোতোয়ালি থানা থেকে লুট হওয়া গোলাবারুদের একাংশ।
১ ঘণ্টা আগে
শেরপুরের ঝিনাইগাতীতে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
৪ ঘণ্টা আগে