leadT1ad

ময়মনসিংহে ধর্মঘট প্রত্যাহার, সকাল থেকে সব রুটে চলছে বাস

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৮: ৫৪
ধর্মঘটে গতকাল ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ ছিল। সংগৃহীত ছবি

ময়মনসিংহে গতকাল রোববার সকাল ছয়টা থেকে চলা বাস ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকেই ঢাকাসহ সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল করছে।

জনভোগান্তির কথা চিন্তা করে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সঙ্গে এক সভা শেষে গতকাল রাত ৯টায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলম জানিয়েছেন, আজ সোমবার সকাল থেকে সব বাসই চলবে এবং বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি করা হয়েছে। আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করা হবে।

এর আগে ১০ অক্টোবর ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরে, সেই পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ১৬টি বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা। শনিবার পাল্টা অবরোধ কর্মসূচি দেয় শ্রমিকরা। পরে ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় প্রশাসন। এর প্রতিবাদে রোববার সকাল থেকে বন্ধ করে দেয়া হয় বিভাগের সব জেলার ঢাকাগামী বাস। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

Ad 300x250

সম্পর্কিত