leadT1ad

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ৩৮ টাকা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩০
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারে ৩৮ টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংগৃহীত ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারে ৩৮ টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি ডিসেম্বর মাসের জন্য আজ মঙ্গলবার বিকেলে এলপিজির এ দাম ঘোষণা করা হয়। বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকার স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত নভেম্বর মাসে ১২ কেজি এলপিজির মূল্য ছিল ১ হাজার ২১৫ টাকা। ঘোষণা অনুযায়ী, ডিসেম্বরে ১২ কেজি এই এলপিজির দাম হবে ১ হাজার ২৫৩ টাকা। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসির সচিব।

দেশে এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করা হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর কার্গো মূল্যকে (সিপি) ভিত্তিমূল্য ধরে বিইআরসি প্রতি মাসে দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে।

Ad 300x250

সম্পর্কিত