leadT1ad

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জোনায়েদ সাকির

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৯: ৪৯
কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে পুনর্বাসনের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সব নাগরিক সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

আজ শনিবার (২৯ নভেম্বর) দলের পক্ষ থেকে কড়াইল বস্তিতে স্থাপিত স্বেচ্ছাসেবী ক্যাম্প পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণের সময় তিনি এসব কথা বলেন। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে এদিন বস্তির ৩০০ অসহায় পরিবারের মাঝে কম্বল ও মশারি বিতরণ করা হয়।

জোনায়েদ সাকি বলেন, অবিলম্বে কড়াইলের ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে হবে। একইসঙ্গে প্রত্যেকের খাবার, থাকার জায়গা, কাপড়, টয়লেট ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধার ব্যবস্থা সরকারকেই করতে হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবী ক্যাম্প স্থাপন করেছে গণসংহতি আন্দোলন। স্থানীয় তরুণ ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ শুরু করেছে।

পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভুইয়া, মনিরুল হুদা বাবন, লুৎফুন্নাহার সুমনা ও তাহসিন মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ও পুরোপুরি নেভাতে ১৬ ঘণ্টা সময় লাগে। এই ঘটনায় হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

Ad 300x250

সম্পর্কিত