স্ট্রিম প্রতিবেদক
বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের কর্মানুমতির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র (সিকিউরিটি ক্লিয়ারেন্স) প্রক্রিয়া এখন থেকে সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এ সেবা চালু হচ্ছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত আন্তঃসংস্থাগত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।
বৈঠকে জানানো হয়, নিরাপত্তা ছাড়পত্রের জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াটি যৌক্তিকীকরণ করা হয়েছে। নির্ধারিত নথি দাখিলের পর ২১ কর্মদিবসের মধ্যে যদি নিরাপত্তা সংস্থা যাচাই শেষ না করে, তবে সংশ্লিষ্ট আবেদনকে ‘নিরাপত্তা আপত্তি নেই’ বলে গণ্য করা হবে এবং ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।
শুধু তাই নয়, বিদেশি কর্মী ও বিনিয়োগকারীদের ভিসা নবায়ন এবং ভিসা ফি পরিশোধের ব্যবস্থাও ডিজিটালাইজ করা হচ্ছে। ফলে আবেদনকারীদের আর সরাসরি গিয়ে কাগজপত্র জমা দিতে হবে না। শিগগিরই নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা চালু করার পাশাপাশি ভিসা অন অ্যারাইভাল ফিও অনলাইনে পরিশোধের সুযোগ দেওয়া হবে।
এছাড়া বিদেশিদের আগমন ও অবস্থান আরও কার্যকরভাবে পর্যবেক্ষণের জন্য একটি আন্তঃসংস্থাগত ইন্টারঅপারেবল ডেটাবেজ তৈরি করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয় জোরদার হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘নিরাপত্তা ছাড়পত্রের ডিজিটালাইজেশন একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত হবে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যেই কর্মানুমতি ও ভিসা–সম্পর্কিত আরও কিছু সংস্কার কার্যকর করা সম্ভব হবে।’
আশিক চৌধুরী আরও জানান, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের মতো এখন থেকে নিরাপত্তা ছাড়পত্র ও কর্মানুমতি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গেও বিডা মাসিক সমন্বয় সভা করবে, যাতে সেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিশ্চয়তা না থাকে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেন, ‘নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা প্রক্রিয়ার ডিজিটালাইজেশন বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বড় ভূমিকা রাখবে। এ বিষয়ে বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় ও সহযোগিতা অব্যাহত থাকবে।’
বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের কর্মানুমতির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র (সিকিউরিটি ক্লিয়ারেন্স) প্রক্রিয়া এখন থেকে সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এ সেবা চালু হচ্ছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত আন্তঃসংস্থাগত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।
বৈঠকে জানানো হয়, নিরাপত্তা ছাড়পত্রের জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াটি যৌক্তিকীকরণ করা হয়েছে। নির্ধারিত নথি দাখিলের পর ২১ কর্মদিবসের মধ্যে যদি নিরাপত্তা সংস্থা যাচাই শেষ না করে, তবে সংশ্লিষ্ট আবেদনকে ‘নিরাপত্তা আপত্তি নেই’ বলে গণ্য করা হবে এবং ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।
শুধু তাই নয়, বিদেশি কর্মী ও বিনিয়োগকারীদের ভিসা নবায়ন এবং ভিসা ফি পরিশোধের ব্যবস্থাও ডিজিটালাইজ করা হচ্ছে। ফলে আবেদনকারীদের আর সরাসরি গিয়ে কাগজপত্র জমা দিতে হবে না। শিগগিরই নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা চালু করার পাশাপাশি ভিসা অন অ্যারাইভাল ফিও অনলাইনে পরিশোধের সুযোগ দেওয়া হবে।
এছাড়া বিদেশিদের আগমন ও অবস্থান আরও কার্যকরভাবে পর্যবেক্ষণের জন্য একটি আন্তঃসংস্থাগত ইন্টারঅপারেবল ডেটাবেজ তৈরি করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয় জোরদার হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘নিরাপত্তা ছাড়পত্রের ডিজিটালাইজেশন একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত হবে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যেই কর্মানুমতি ও ভিসা–সম্পর্কিত আরও কিছু সংস্কার কার্যকর করা সম্ভব হবে।’
আশিক চৌধুরী আরও জানান, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের মতো এখন থেকে নিরাপত্তা ছাড়পত্র ও কর্মানুমতি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গেও বিডা মাসিক সমন্বয় সভা করবে, যাতে সেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিশ্চয়তা না থাকে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেন, ‘নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা প্রক্রিয়ার ডিজিটালাইজেশন বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বড় ভূমিকা রাখবে। এ বিষয়ে বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় ও সহযোগিতা অব্যাহত থাকবে।’
'দেশের পাবলিক প্লেস, গণপরিবহন, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে তিন বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।'
৬ ঘণ্টা আগেফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত মেনে নিয়েছে। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় ও পুঁজি চেয়েছে।
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল দিয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’। ‘পলিটিক্যালি কনশাস, একাডেমিক ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে এই প্যানেল।
৬ ঘণ্টা আগেতবে এ উদ্যোগের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে সমালোচকরা মনে করেন।
৭ ঘণ্টা আগে