স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। ড্রিম হলিডে পার্কের সামনের রাস্তার পাশে গাড়ি পার্ক করলে স্থানীয় একদল লোক টাকা দাবি করে। এর প্রতিবাদ করলে এ হামলার ঘটনা ঘটে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামেলি ডে শেষে গাড়িতে ঢাকায় ফেরার সময় পার্ক করার ভাড়া নিয়ে স্থানীয় একদল লোক টাকা দাবি করলে সাংবাদিকেরা প্রতিবাদ করেন। এতে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা সাংবাদিকদের ওপর হামলা চালান।
হামলায় গুরুতর জখম হয়েছেন ১০ সাংবাদিক। সন্ত্রাসীরা এ সময় অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। গাড়ির ভেতরে থাকা সাংবাদিকদের স্ত্রী-সন্তানদের পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়।
সাংবাদিক নেতারা পরিস্থিতি শান্ত করার জন্য গেলে সন্ত্রাসীরা আরও লোকজন জড়ো করে রড, দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় সাদা পাঞ্জাবি পরা এক সন্ত্রাসী সাংবাদিকদের অকথ্য ভাষায় গালমন্দ, এমনকি গুলি করার হুমকি দেন।
বাংলাদেশ প্রতিদিনের অপরাধবিষয়ক প্রতিবেদক ও ক্র্যাবের সাবেক কার্যকরী কমিটির সদস্য আলী আজম জানান, ক্র্যাবের বার্ষিক পিকনিকের গাড়ি থেকে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় সন্ত্রাসীরা ক্র্যাব সদস্যদের হামলা করে।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ড্রিম হলিডে পার্কের গাড়ি পার্কিং ফি নিয়ে বিরোধের জেরে ১০ জন সাংবাদিককে মারধর করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক ব্যক্তি থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। তারা ড্রিম হলিডে পার্কের সামনে একটা স্থানে গাড়ি পার্ক করে ভাড়া আদায় করে, যা ড্রিম হলিডে পার্কের মালিকানার সঙ্গে জড়িত নয়।'
নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক স্ট্রিমকে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। নরসিংদী সদর হাসপাতালে আহত সাংবাদিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্র্যাব কার্যনির্বাহী কমিটি এ ঘটনায় মাধবদী থানায় মামলা করবে বলে জানিয়েছে।

নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। ড্রিম হলিডে পার্কের সামনের রাস্তার পাশে গাড়ি পার্ক করলে স্থানীয় একদল লোক টাকা দাবি করে। এর প্রতিবাদ করলে এ হামলার ঘটনা ঘটে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামেলি ডে শেষে গাড়িতে ঢাকায় ফেরার সময় পার্ক করার ভাড়া নিয়ে স্থানীয় একদল লোক টাকা দাবি করলে সাংবাদিকেরা প্রতিবাদ করেন। এতে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা সাংবাদিকদের ওপর হামলা চালান।
হামলায় গুরুতর জখম হয়েছেন ১০ সাংবাদিক। সন্ত্রাসীরা এ সময় অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। গাড়ির ভেতরে থাকা সাংবাদিকদের স্ত্রী-সন্তানদের পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়।
সাংবাদিক নেতারা পরিস্থিতি শান্ত করার জন্য গেলে সন্ত্রাসীরা আরও লোকজন জড়ো করে রড, দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় সাদা পাঞ্জাবি পরা এক সন্ত্রাসী সাংবাদিকদের অকথ্য ভাষায় গালমন্দ, এমনকি গুলি করার হুমকি দেন।
বাংলাদেশ প্রতিদিনের অপরাধবিষয়ক প্রতিবেদক ও ক্র্যাবের সাবেক কার্যকরী কমিটির সদস্য আলী আজম জানান, ক্র্যাবের বার্ষিক পিকনিকের গাড়ি থেকে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় সন্ত্রাসীরা ক্র্যাব সদস্যদের হামলা করে।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ড্রিম হলিডে পার্কের গাড়ি পার্কিং ফি নিয়ে বিরোধের জেরে ১০ জন সাংবাদিককে মারধর করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক ব্যক্তি থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। তারা ড্রিম হলিডে পার্কের সামনে একটা স্থানে গাড়ি পার্ক করে ভাড়া আদায় করে, যা ড্রিম হলিডে পার্কের মালিকানার সঙ্গে জড়িত নয়।'
নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক স্ট্রিমকে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। নরসিংদী সদর হাসপাতালে আহত সাংবাদিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্র্যাব কার্যনির্বাহী কমিটি এ ঘটনায় মাধবদী থানায় মামলা করবে বলে জানিয়েছে।

দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তির আওতায় ভারতে আটক থাকা ১২৮ মৎস্যজীবীকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। একসঙ্গে বাংলাদেশে আটক ২৩ ভারতীয় মৎস্যজীবীকে ফেরত পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
২০ মিনিট আগে
ফরিদপুর শহর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড ও কয়েক ডজন কার্তুজ উদ্ধার করেছে র্যাব। ধারণা করা হচ্ছে, এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় কোতোয়ালি থানা থেকে লুট হওয়া গোলাবারুদের একাংশ।
১ ঘণ্টা আগে
শেরপুরের ঝিনাইগাতীতে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
৩ ঘণ্টা আগে