leadT1ad

আয়রন-কফি রঙের নতুন পোশাকে পুলিশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২০: ৩০
আজ শনিবার থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশ। সংগৃহীত ছবি

আজ শনিবার থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশ। আয়রন ও কফি রঙের এই পোশাক পরে ঢাকা মহানগরসহ বিভিন্ন মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা মাঠে নেমেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বাহিনীর সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হলো।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন আজ (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ থেকে মেট্রোপলিটন পুলিশ ও বিশেষায়িত ইউনিটগুলোর সদস্যরা নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন।’

আপাতত হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও নৌপুলিশের মতো বিশেষায়িত ইউনিট এবং মেট্রোপলিটন পুলিশ সদস্যদের নতুন পোশাক দেওয়া হয়েছে। তবে রেঞ্জ ও জেলা পুলিশকে এখনো এই পোশাক সরবরাহ করা হয়নি। কাপড় পাওয়ার পর পর্যায়ক্রমে তাদের সরবরাহ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপির যেসব সদস্য নতুন পোশাক পেয়েছেন, তারা আজ থেকেই তা পরে দায়িত্ব পালন করছেন। পর্যায়ক্রমে সব সদস্যকেই সরবরাহ করা হবে।

গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর বাহিনীটিতে সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের নতুন পোশাকের অনুমোদন দেয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শীতকালীন পোশাক হিসেবে আয়রন রঙের ফুলহাতা শার্ট ও কফি রঙের প্যান্ট সরবরাহ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৭৫ হাজার সদস্যের জন্য এই পোশাক তৈরি ও সরবরাহ করতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল পুলিশ ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্যরা আগের পোশাকেই থাকবেন।

Ad 300x250

সম্পর্কিত