leadT1ad

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১৭: ২৫

রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে একটি ‘ককটেল সদৃশ’ বস্তু বিস্ফোরিত হয়েছে।

আজ রোববার (১ জুন) ভোরে শিশু একাডেমি-সংলগ্ন ২ নম্বর গেটের পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলে ককটেলের মতো দেখতে দুটি বস্তু পাওয়া যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, বস্তুটি দেখতে ককটেলের মতো হলেও এর ভেতরে সাধারণ ককটেলে ব্যবহৃত বিস্ফোরক উপাদানগুলো পাওয়া যায়নি।

ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে আরও জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ইতোমধ্যে অবহিত করা হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও । তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি তদন্ত কার্যক্রম চলমান আছে।

উল্লেখ্য, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত