leadT1ad

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ অনুমোদন: ইন্টারনেটকে মৌলিক অধিকারের স্বীকৃতি

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০১: ০৬

সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ আনতে চলেছে অন্তর্বর্তী সরকার। এতে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। খবর বাসসের। 

৬ মে, মঙ্গলবার এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। কিছু সংশোধন শেষে এই সপ্তাহেই অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ হতে পারে।

এদিনই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রস্তাবিত অধ্যাদেশে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। আগের আইনের যে ৯টি ধারায় ৯৫ শতাংশ মামলা হয়েছিল, সে ধারাগুলোকে বাতিল করা হয়েছে। তাই মামলাগুলোও এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আসিফ নজরুল বলেন, মত প্রকাশের ক্ষেত্রে দুটি অপরাধ রাখা হয়েছে, একটি হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ, হুমকি দেওয়া। আরেকটি হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানোর মধ্য দিয়ে সহিংসতা উসকে দেওয়া হয়। মত প্রকাশের বিষয়ে ওই দুই ক্ষেত্রে কারো বিরুদ্ধে মামলা হলে এটা আমলি আদালতে যাবে, যাওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি দেখেন এই মামলার কোনো যৌক্তিকতা নেই, তাহলে প্রি ট্রায়াল স্টেজে তিনি মামলা বাতিল করে দিতে পারবেন। অর্থাৎ চার্জশিটের জন্য অপেক্ষা করা লাগবে না। যদি দেখেন সম্পূর্ণ ভুয়া মামলা, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে এই মামলা বাতিল করে দিতে পারবেন।

এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে এই প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে।

আইন উপদেষ্টা আরও জানান, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় শহীদ বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ প্রচার করলে দণ্ড দেওয়ার যে বিধান, সেটা বিলুপ্ত করা হয়েছে। 

Ad 300x250

৩২ নম্বরে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা তলব

জুলাই সনদ কিছুটা পরিমার্জিত হয়েছে, সেজন‍্য আমরা সন্তুষ্ট: মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু

জুলাই সনদকে ঐকমতের দলিল বলা যাবে না: রুহিন হোসেন প্রিন্স

আর কেউ নিয়ে যাক না যাক, সনদকে আমরা জনগণের কাছে নিয়ে যাব: আমির খসরু মাহমুদ চৌধুরী

আমাদের অবস্থান হলো এলএফওর অধীনে নির্বাচন: নাহিদ ইসলাম

সম্পর্কিত