leadT1ad

বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারের বিকল্প নয়: তারেক রহমান

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ২৩: ১০

বিশেষ পরিস্থিতিতে গঠিত সরকার অবৈধ নয়। তবে তা নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। ১ মে, বৃহস্পতিবার জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে সংগঠনটি। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দিয়েছেন।

তারেক রহমান বলেন, শ্রমিকদের অধিকার উপেক্ষা করে কোন রাষ্ট্র টেকসই উন্নতি করতে পারে না। দেশের অর্ধেক শ্রমজীবী মানুষই নারী। কিন্তু তাঁদের শ্রমের সঠিক মূল্য দেওয়া হয়নি।

সম্প্রতি রাখাইনে মানবিক করিডর দেওয়ার ব্যাপারে নীতিগত সম্মতির কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ ব্যাপারে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বিষয়গুলোর সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকে আসা উচিত।

এ সমাবেশ কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে এগোতে দেখা যায়। দুপুর নাগাদ এলাকাটিতে ছিল উপচে পড়া ভিড়। এ সময় দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, তাঁদের হাতে বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Ad 300x250

৩০০ আসনের ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির

পিআর পদ্ধতি: কার লাভ কার ক্ষতি

রাজনৈতিক সংস্কারে ‘জুলাই সনদ’: বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতভেদ

কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল

নায়ক জসীমের মতো অকালে চলে গেলেন তাঁর ছেলে ‘ওউন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট-বেজিস্ট এ কে রাতুল

সম্পর্কিত