leadT1ad

টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১৪: ৪০

চার দিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার (২৮ মে) বেলা ২টা ৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।

প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বাসসকে এসব তথ্য জানান।

সফরকালে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপান যাওয়ার পথে হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে অধ্যাপক ইউনূস হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হংকংয়ের শ্রমমন্ত্রী ক্রিস সান তাঁকে স্বাগত জানান।

মঙ্গলবার (২৭ মে)  রাত ২টা ১০ মিনিটে অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপানের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

৪ দিনের সফর শেষে আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

Ad 300x250

‘এই বছরেই তারেক রহমান দেশে আসবেন’

জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধে বিরোধিতার দায় স্বীকারের আহ্বান ৩২ বিশিষ্ট নাগরিকের

‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি’, সংশোধন চায় জামায়াত

হাজতে শিশু কোলে ছাত্রলীগ নেতা, দুই পুলিশ সদস্য ক্লোজড

জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ, কক্সবাজার ভ্রমণ ‘নীরব প্রতিবাদ’: হাসনাত

সম্পর্কিত