leadT1ad

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ২২: ১৩

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএইচআইএস পোশাক কারখানার প্রায় এক হাজার তিনশ শ্রমিক। ১৭ মে শনিবার গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন তাঁরা। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের সরিয়ে দেয়।

শ্রমিকদের অভিযোগ, গত এপ্রিল মাসের বেতন এখনও তাঁদের দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে তাঁরা আর্থিক সংকটে রয়েছেন। তাই শনিবার সকালে কারখানা থেকে বেরিয়ে মহাসড়ক অবরোধ করেন তাঁরা।

টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বলেন, ‘শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকদের সঙ্গে কথা বলে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।’

গাজীপুর শিল্প পুলিশ-২, টঙ্গী অঞ্চলের পরিদর্শক মহর আলী মোল্লা জানান, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল। আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেছি এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।’

এ ব্যাপারে কারখানার মালিক মো. ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Ad 300x250

সম্পর্কিত