.png)

স্ট্রিম ডেস্ক

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুলের ছাদ ধসে ৭ শিশু নিহত ও আরও ২৯ জন আহত হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে সাতটার দিকে ঝালাওয়ার পিপলোদির সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৬০ জন শিশু স্কুলে উপস্থিত ছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। এ বিষয়ে আগেই একাধিক অভিযোগ জানানো হয়েছিল।
ডাঙ্গিপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) বিজেন্দ্র সিং জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শ্রেণিকক্ষের একটি অংশ ধসে পড়ার সময় ভবনের ভেতরে অন্তত ১৭ জন শিক্ষার্থী ছিল।
মনোর থানা পুলিশের সার্কেল পরিদর্শক নন্দকিশোর জানান, আহতদের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ও ছয়জন ঝালাওয়ার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
কর্মকর্তা জানিয়েছেন, ভবন ধসের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সব শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে রয়েছে সরকার। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুলের ছাদ ধসে ৭ শিশু নিহত ও আরও ২৯ জন আহত হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে সাতটার দিকে ঝালাওয়ার পিপলোদির সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৬০ জন শিশু স্কুলে উপস্থিত ছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। এ বিষয়ে আগেই একাধিক অভিযোগ জানানো হয়েছিল।
ডাঙ্গিপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) বিজেন্দ্র সিং জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শ্রেণিকক্ষের একটি অংশ ধসে পড়ার সময় ভবনের ভেতরে অন্তত ১৭ জন শিক্ষার্থী ছিল।
মনোর থানা পুলিশের সার্কেল পরিদর্শক নন্দকিশোর জানান, আহতদের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ও ছয়জন ঝালাওয়ার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
কর্মকর্তা জানিয়েছেন, ভবন ধসের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সব শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে রয়েছে সরকার। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
.png)

বছরের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় টাইফুন কালমায়েগি এবার কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার এটি মধ্য ভিয়েতনামে ঘণ্টায় সর্বোচ্চ ৯২ মাইল (১৪৯ কিলোমিটার) বেগে আঘাত হানে।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ২০২৫ সালের ১৩ জুন ইরানে ইসরায়েলের বিমান হামলা তার নির্দেশেই পরিচালিত হয়েছিল। এ বক্তব্যে হোয়াইট হাউসের আগের অস্বীকারোক্তি মিথ্যা প্রমাণিত হয়েছে।
১ ঘণ্টা আগে
কানাডা তার সাম্প্রতিক দশকগুলোর সবচেয়ে বড় অভিবাসন সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটি আগামী বছর থেকে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৫–৩২ শতাংশ পর্যন্ত কমাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এইচ–১বি ভিসাধারী ও দক্ষ গবেষকদের জন্য বিশেষ ভিসা চালুর পরিকল্পনা করেছে সরকার।
১৪ ঘণ্টা আগে
গাজা সিটির পাশের এক উঁচু বাঁধ থেকে তাকালে বোঝা যায়, যুদ্ধ এই শহরকে কীভাবে ধ্বংস করেছে। মানচিত্রের গাজার চিহ্ন এখন নেই। স্মৃতির শহরটি পরিণত হয়েছে ধূসর ধ্বংসস্তূপে, যা একদিক থেকে অন্যদিকে প্রসারিত। বেইত হানুন থেকে গাজা সিটি পর্যন্ত যতদূর চোখ যায়, শুধু ভাঙাচোরা ইট-পাথর।
১৯ ঘণ্টা আগে