leadT1ad

যে কারণে জামিন পেলেন মেঘনা আলম

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৩: ১৪
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ২০: ০৭

নারী বিবেচনায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত এ জামিন দেন।

এর আগে গত ১৭ এপ্রিল এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। রূপবতীদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে ধানমণ্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় সেদিন তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আজ জামিন পেলেন তিনি।

মেঘনাকে গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পরদিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালত মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন।

আটকের আগে তিনি ফেইসবুক লাইভে এসে বাসার ‘দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা’ ভেতরে প্রবেশের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তাকে আটক করার পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা ওই লাইভ এরপর তার আইডি থেকে ডিলিট হয়ে যায়। তবে এর আগেই ফেইসবুকে তা ছড়িয়ে পড়ে।

Ad 300x250

রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গুলি, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ

মানবাধিকার লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর: ড. ইউনূস

মওলানা ভাসানী না থাকলে কখনো শেখ মুজিব তৈরি হতে পারতেন না: নাহিদ ইসলাম

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, ভোটকেন্দ্র হলের বাইরে

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পথ সৌদি আরব হয়েই আসতে হবে

সম্পর্কিত